দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার( srilanka) বিরুদ্ধে ৩ উইকেটে জয় ভারতের( india)। ভারতীয় টেল এন্ডাররা বুঝিয়ে দিলেন, এভাবেও ম্যাচ জেতা যায়। এভাবেও ম্যাচে ঘুড়ে আসা যায়। ম্যাচে দুরন্ত ব্যাটিং দিপক চ্যাহারের( deepak chahar)। ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। একটা সময় যখন সবাই ধরেই নিয়ে ছিল সিরিজে সমতা ফিরতে চলেছে শ্রীলঙ্কা , ঠিক তখনই সকলকে অবাক করে দিল ভারতীয় টেল এন্ডাররা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে শুরুটা ভালই করেন ফার্নান্দো ও ভানুকা জুটি। ৫০ রান করেন ফার্নান্দো। ৩৬ রান করেন ভানুকা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন আশালঙ্কা। ৬৫ রান করেন তিনি। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চ্যাহাল। দুটি উইকেট নেন দিপক চ্যাহার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। ১৩ রান করে উইকেট হারান পৃথ্বী শাহ। ২৯ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৩৭ রান করে মণিশ পান্ডে। ৫৩ রান করে সূর্যকুমার যাদব। এরপরই দলের হয়ে হাল ধরেন দিপক চ্যাহার। ৬৯ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে তিনটি হাসারাঙ্গা। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল।

আরও পড়ুন:মনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতিদের মূল চুক্তিপত্র দেখার আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল কর্তারা
