Sunday, November 16, 2025

একশো শতাংশ মাধ্যমিক পাশ পড়ুয়াকে একাদশ শ্রেণিতে ভর্তি কী ভাবে? সমস্যায় স্কুলগুলি 

Date:

Share post:

এই প্রথমবার মাধ্যমিকে (madhyamik exam) একশো শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছে। আর তার ফলে এক মারাত্মক সংকট দেখা দিয়েছে। ১০০ শতাংশ মাধ্যমিক পাস পড়ুয়াকে উচ্চমাধ্যমিকে (higher secondary) পড়ার সুযোগ করে দিতে হবে। অবশ্যই তাদের পছন্দমতো বিষয় নিয়ে পড়ার সুযোগ দিতে হবে। কিন্তু তা কীভাবে সম্ভব সে নিয়ে এখন রীতিমত আতান্তরে পড়েছে স্কুলগুলি। একাদশ শ্রেণিতে সব ছাত্রছাত্রীকে কীভাবে ভর্তি করা সম্ভব? মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিকের ফলাফলের পরিসংখ্যান বলছে প্রায় ৯ লক্ষ ৬২ হাজারের বেশি পড়ুয়া ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে। কিন্তু সমস্যা হল বেশিরভাগ ছাত্র ছাত্রী প্রচুর নম্বর পেয়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠ পড়ুয়ার মধ্যেই বিজ্ঞান নিয়ে পড়ার প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু সে ক্ষেত্রে এই বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রীকে কীভাবে বিজ্ঞান পড়ার সুযোগ দেওয়া যেতে পারে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অন্যদিকে এবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই কোনও ছাত্র – ছাত্রী যে যে বিষয়গুলি নিয়ে পড়তে চাইবে, সেগুলি নিয়ে আদৌ তারা পড়তে পারবে কিনা সেটা তার পক্ষে উপযুক্ত নাকি সেটাই বা যাচাই হবে কিভাবে? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন কলকাতার একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা।

দক্ষিণ কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষিকা বললেন, ‘আমরা বেশ চাপের মধ্যে পড়েছি। ছাত্রীদের কীভাবে একাদশ শ্রেণিতে ভর্তি করাব তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের কাট অফ মার্কস বাড়াতে হবে। ৮০ বা ৯০ শতাংশ নম্বর না পেলে ছাড়া বিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন করা যাবে না এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ” যাদবপুর বিদ্যাপীঠ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে একটি প্রিলিমিনারি টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ শিক্ষা সদন স্কুল কর্তৃপক্ষ আবার বিষয়ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পক্ষেই। যারা যারা যে যে বিষয় নিয়ে পড়তে চায় তাদের সরাসরি ইন্টারভিউ নিয়ে ভর্তি করানো হবে।

যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয় নম্বরের সীমা বেঁধে দিয়েছে। ভূগোল, স্ট্যাটিসটিকস, ফিজিক্স, কেমিস্ট্রি, অংক এই বিষয়গুলি ক্ষেত্রে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে ছাত্র-ছাত্রীদের। মঙ্গলবার এমনটাই নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আশঙ্কা একটাই এই সব শর্ত মেনে সব মাধ্যমিক পাশ করা পড়ুয়াকে কী তাদের পছন্দমতো বিষয় নিয়ে একাদশ পড়ার সুযোগ করে দেওয়া যাবে?

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...