Sunday, November 16, 2025

একশো শতাংশ মাধ্যমিক পাশ পড়ুয়াকে একাদশ শ্রেণিতে ভর্তি কী ভাবে? সমস্যায় স্কুলগুলি 

Date:

Share post:

এই প্রথমবার মাধ্যমিকে (madhyamik exam) একশো শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছে। আর তার ফলে এক মারাত্মক সংকট দেখা দিয়েছে। ১০০ শতাংশ মাধ্যমিক পাস পড়ুয়াকে উচ্চমাধ্যমিকে (higher secondary) পড়ার সুযোগ করে দিতে হবে। অবশ্যই তাদের পছন্দমতো বিষয় নিয়ে পড়ার সুযোগ দিতে হবে। কিন্তু তা কীভাবে সম্ভব সে নিয়ে এখন রীতিমত আতান্তরে পড়েছে স্কুলগুলি। একাদশ শ্রেণিতে সব ছাত্রছাত্রীকে কীভাবে ভর্তি করা সম্ভব? মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিকের ফলাফলের পরিসংখ্যান বলছে প্রায় ৯ লক্ষ ৬২ হাজারের বেশি পড়ুয়া ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে। কিন্তু সমস্যা হল বেশিরভাগ ছাত্র ছাত্রী প্রচুর নম্বর পেয়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠ পড়ুয়ার মধ্যেই বিজ্ঞান নিয়ে পড়ার প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু সে ক্ষেত্রে এই বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রীকে কীভাবে বিজ্ঞান পড়ার সুযোগ দেওয়া যেতে পারে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অন্যদিকে এবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই কোনও ছাত্র – ছাত্রী যে যে বিষয়গুলি নিয়ে পড়তে চাইবে, সেগুলি নিয়ে আদৌ তারা পড়তে পারবে কিনা সেটা তার পক্ষে উপযুক্ত নাকি সেটাই বা যাচাই হবে কিভাবে? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন কলকাতার একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা।

দক্ষিণ কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষিকা বললেন, ‘আমরা বেশ চাপের মধ্যে পড়েছি। ছাত্রীদের কীভাবে একাদশ শ্রেণিতে ভর্তি করাব তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের কাট অফ মার্কস বাড়াতে হবে। ৮০ বা ৯০ শতাংশ নম্বর না পেলে ছাড়া বিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন করা যাবে না এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ” যাদবপুর বিদ্যাপীঠ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে একটি প্রিলিমিনারি টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ শিক্ষা সদন স্কুল কর্তৃপক্ষ আবার বিষয়ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পক্ষেই। যারা যারা যে যে বিষয় নিয়ে পড়তে চায় তাদের সরাসরি ইন্টারভিউ নিয়ে ভর্তি করানো হবে।

যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয় নম্বরের সীমা বেঁধে দিয়েছে। ভূগোল, স্ট্যাটিসটিকস, ফিজিক্স, কেমিস্ট্রি, অংক এই বিষয়গুলি ক্ষেত্রে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে ছাত্র-ছাত্রীদের। মঙ্গলবার এমনটাই নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আশঙ্কা একটাই এই সব শর্ত মেনে সব মাধ্যমিক পাশ করা পড়ুয়াকে কী তাদের পছন্দমতো বিষয় নিয়ে একাদশ পড়ার সুযোগ করে দেওয়া যাবে?

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...