একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে গণতন্ত্র রক্ষায় লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) পরেই স্বল্প ভাষণ দেন অভিষেক। সেখানে দলের কর্মীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নবরূপে ‘জাগো বাংলা’ প্রকাশের জন্য টিমকে অভিনন্দন জানান তৃণমূল সাংসদ।

অভিষেক বলেন, “তৃণমূল নেত্রীর কথা আমরা মননে গ্রহণ করেছি”। এদিন, দিল্লির (Delhi) কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত ছিলেন সারা দেশের বিজেপি (Bjp)-বিরোধী নেতা-নেত্রীরা। সেই নেতৃত্ব ও উপস্থিতি বর্ষীয়ান রাজনীতিবিদদের ধন্যবাদ জানান অভিষেক।

গণতন্ত্ররক্ষার জন্য “শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের” ডাক দেন অভিষেক। এদিন দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশিত হয়। সেই কথাও ঘোষণা করে অভিষেক বলেন, “এই বিশেষ দিনে ‘জাগো বাংলা’ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের মতবাদ বাংলার মানুষের কাছে পৌঁছয়। ‘জাগো বাংলা’ টিমকে ধন্যবাদ”। তৃণমূলের বুথস্তরের সব কর্মীকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
