Wednesday, November 12, 2025

“ফোন ট্যাপিং” নিয়ে নাম না করে “গদ্দার” শুভেন্দুকে একহাত নিলেন মমত

Date:

Share post:

একুশের মঞ্চ থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে “গদ্দার” আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ”নির্বাচন পেরিয়ে এসে অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে, সেই গদ্দারদের মনে রাখবেন। অনেক গদ্দার আছে মুখে বড় বড় কথা বলছে। আবার ফোন ট্যাপিংয়ের কথাও বলছে।”

 

এখানেই থেমে থাকেননি মমতা। হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, গদ্দারদের মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে। বিজেপি পার্টিতেই সব গদ্দারদের জন্ম হয়। ভালো লোকেদের জন্ম হয় না। কারণ, ওরা সভ্যতা জানে না। সংস্কৃতি জানে না। এভাবেই ওরা সবার মুখ বন্ধ করে দেয়।”

 

একুশের মঞ্চ থেকে ”পেগাসাস”-কে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেলেঙ্কারির বিরুদ্ধে বিজেপি বিরোধী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর কথায়, “ভোটের আমি, পিকে, অভিষেক বসে মিটিং করেছি। ওরা রেকর্ডিং করে নিয়েছে। মিটিংয়ে অডিও ছিল। ভিডিও ছিল না। সভায় কী আলোচনা করেছি পেগাসাসে পুরো রেকর্ডিং করে নিয়ে নিয়েছে। জীবনভর এভাবেই ভোটে লড়বেন, জনতা ভোট দেবে, এত সোজা নয়!”

 

উল্লেখ্য, পেগাসাস বিতর্কের মধ্যেই বেফাঁস মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলে বসেন, অভিষেকের অফিসে কাদের মধ্যে কী কথা হয়েছে তার কাছে নাকি সব কল রেকর্ড হয়েছে। তার প্রেক্ষিতেই এদিন ভার্চুয়াল সমাবেশ থেকে নাম না করে গদ্দার বলে শুভেন্দুকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী।

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...