অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে থাকবে ২৮ জন সদস‍্য

হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরই শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। করোনার ( corona) কারণে চলতি বছর একেবারে জাঁকজমকহীন ভাবে হবে অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠান। আর এখানেই প্রশ্ন হল, ভারতের হয়ে মোট কতজন সদস্য উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে? জানা যাচ্ছে ১২০ জন প্রতিযোগী সহ মোট ২২৮ সদস্যের ভারতীয়দের মধ‍্যে মোট ২৮ জন সদস্য ভারতীয় দলের হয়ে যোগ দেবেন উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহন করবেন বক্সার মেরি কম ও পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।

এই নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা বলেন, “আমরা চেষ্টা করছি যত কম দল পাঠানো যায়। যত কম সম্ভব অ্যাথলিটদের পাঠানো হবে। শেফ দ্য মিশন ও ডেপুটি শেফ দ্য মিশন সংখ্যা নির্বাচন করবেন, কিন্তু আমাদের নজর রয়েছে যত কম সম্ভব এই পরিস্থিতিতে ঐ অনুষ্ঠানে যাওয়ার।”

মনপ্রীত সিং হকি দলের তরফ থেকে একমাত্র প্রতিনিধি থাকবেন। এছাড়া বক্সিং থেকে আট প্রতিনিধি, টেবিল টেনিসের থেকে চার, রোয়িংয়ের দুইজন, সেলিংয়ের থেকে চারজন এবং জিমন্যাস্টিক ও সাঁতারে থেকে একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া ছয়জন অফিশিয়াল থাকবেন এই অনুষ্ঠানে।

আরও পড়ুন:শুরুর আগেই বিতর্ক, বরখাস্ত করা হল টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কেন্টারোকে