রবিবার সাতসকালে ফের উপত্যকায় গুলির লড়াই ( fighting between army and terrorist )। সেনা-জঙ্গি টানা গুলি সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) এনকাউন্টারে (encounter) জঙ্গি মৃত্যুর ঘটনাটি ঘটেছে (Militant)। কুলগ্রামের মুনান্ত এলাকায়। বেশ কয়েকজন জঙ্গি সীমান্ত পার হয়ে এসে ওই এলাকায় গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্র মারফত কাশ্মীর পুলিশের কাছে এ খবর এসে পৌঁছয়। তারপরই সেনা জওয়ানদের সঙ্গে কাশ্মীর পুলিশ যৌথভাবে ওই গ্রামজুড়ে অভিযান চালায়। শনিবার গভীর রাত থেকে অভিযান চালায় পুলিশ (Kashmir Police) ও নিরাপত্তাবাহিনী। খবর পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। জওয়ানরাও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গি পরিচয় এখনও জানা যায়নি। কোন পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর সদস্য নিহত জঙ্গি, তা এখনো জানা যায়নি । ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে । তাই গোটা এলাকা সেনা জওয়ানরা ঘিরে রেখেছে । চলছে চিরুনি তল্লাশি ।
