Tuesday, November 11, 2025

মন কি বাত: মোদি এড়িয়ে গেলেন সব গুরুত্বপূর্ণ ইস্যুই

Date:

Share post:

স্রেফ নিয়মরক্ষার বক্তৃতা। রবিবারের ৭৯ তম ‘মন কি বাত’-এ (mon ki baat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( narendra modi) এড়িয়ে গেলেন সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যু। টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে মন কি বাত শুরু করলেও, এড়িয়ে গেলেন সংসদের বাদল অধিবেশন তোলপাড় করা জ্বলন্ত ইস্যুগুলি। ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধী রাজনীতিক সহ একাধিক সাংবাদিক, সমাজকর্মী, সরকারি আধিকারিক, এমনকী কেন্দ্রের মন্ত্রীদের ফোনে আড়ি পাতার মারাত্মক অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। পেগসাস নিয়ে আলোচনা দুরস্ত, এখনও পর্যন্ত কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যাই দিতে পারেনি সরকার। শুধুমাত্র বিরোধী দলগুলিকে গালমন্দ করেই দায়িত্ব শেষ বিজেপি নেতাদের। বিরোধী স্বর দমন করতে ফোন ট্যাপিং এর মত ব্যক্তিস্বাধীনতার পক্ষে বিপজ্জনক ও অগণতান্ত্রিক কাজ করেও নিরুত্তর কেন্দ্রের শাসক দল। প্রত্যাশিতভাবেই বিরোধীরা এনিয়ে জবাব চাইছেন মোদির কাছে। কিন্তু প্রধানমন্ত্রী সংসদের ভিতরে যেমন এনিয়ে পাশ কাটাচ্ছেন, তেমনি মন কি বাতেও এত বড় ইস্যুতে নিরুত্তর। একইসঙ্গে, তিনি এড়িয়ে গিয়েছেন কৃষক সমস্যার ইস্যুও। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে গত বছর থেকে লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন দেশের অন্নদাতা কৃষকরা। আন্দোলন চলাকালীন বহু কৃষকের মৃত্যু হয়েছে। তার পরেও চূড়ান্ত অসংবেদনশীল কেন্দ্রীয় সরকার। উল্টে মীনাক্ষি লেখির মত মন্ত্রী সংসদে কৃষকদের প্রতি অপমানজনক মন্তব্য করছেন। সংসদের অধিবেশন চলাকালীন দিল্লির যন্তরমন্তরের সামনে ধরনা দিচ্ছেন কৃষকরা। অথচ প্রধানমন্ত্রী নীরব। কৃষক সমস্যা নিয়ে মন কি বাতে কোনও বার্তা নেই। এর পাশাপাশি করোনা টিকাকরণ নিয়ে দেশে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে কেন্দ্রীয় নীতির কারণে। বাংলা সহ বহু রাজ্যে প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক কোভিড ভ্যাকসিন পাঠাচ্ছে মোদি সরকার। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। তা নিয়েও মন কি বাতে কোনও উচ্চবাচ্য করলেন না মোদি।
এদিনের নিয়মরক্ষার মান কি বাত-এ প্রধানমন্ত্রী উল্লেখ করেন ২৬ জুলাই কারগিল বিজয় দিবস, ৭ অআস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডের কথা। ভোকাল ফর লোকাল এবং গ্লোবাল হাউস এন্ড টেকনোলোজি প্রজেক্ট নিয়েও কথা বলেন।

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...