Monday, August 25, 2025

দলীয় কার্যালয়ে ‘হাতাহাতি’, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপির যুব নেতার

Date:

Share post:

সোমবার রাতে হেস্টিংসে বিজেপির (BJP) দফতরে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদে অসুস্থ হয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার (৪০) (Raju Sarkar)৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ বিজেপি সূত্র বলছে, তর্কাতর্কির সময় হাতাহাতির ঘটনাও ঘটেছে৷ তবে প্রকাশ্যে বিজেপি নেতারা তা এড়িয়ে গিয়ে বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজু । বিজেপির সক্রিয় কর্মী ছিলেন তিনি। তিনি সৌমিত্র খাঁর অনুগামী এবং অধুনা বিক্ষুব্ধ শিবিরের বলে পরিচিত ছিলেন৷ বিজেপি নেতৃত্ব অবশ্য দলের প্রত্যেককেই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হেস্টিংসের দফতরে দু’দিন ধরে যুব মোর্চার বৈঠক চলছিল। বৈঠক তখন প্রায় শেষের দিকে। সেই সময় নানা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক , উত্তেজিত বাদানুবাদ শুরু হয়। উত্তেজিত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকারও। একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে । আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজু । তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে বেড পাওয়া যায়নি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হলো না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে রাজুকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজুর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই আকস্মিক ঘটনায় সকলেই অত্যন্ত মর্মাহত। রাজুর হত যুবনেতা বিরল। দমদম নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাজু। তাঁর মৃত্যুতে বিজেপি যুব মোর্চায় শোকের ছায়া নেমে এসেছে ।

spot_img

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...