পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। ব্যাপক বিক্ষোভের জেরে প্রতিদিন মুলতবি হয়ে যাচ্ছে সংসদ অধিবেশন(parliament session)। এই ইস্যুতেই এবার সংসদে সরকারকে চাপে ফেলতে রণকৌশল তৈরি করল বিরোধী রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার সংসদের অন্দরেই বৈঠকে বসেন বিরোধী দলের একাধিক সংসদ। যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi) ও বিরোধী দলনেতা অধীর চৌধুরীও(Adhir Chaudhary)।

A meeting of the Opposition leaders is underway. Congress MPs Rahul Gandhi, Adhir Ranjan Chowdhury, Gaurav Gogoi, DMK MP TR Baalu, NCP MP Supriya Sule and other MPs of BSP, National Conference, Kerala Congress, CPI(M), RSP, IUML present at the meet. pic.twitter.com/QQO44t03sZ
— ANI (@ANI) July 27, 2021
আরও পড়ুন:কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাসবরাজ বোম্মাই, বিজেপির বৈঠকের সিদ্ধান্ত

শাসক দল বিজেপির বিরুদ্ধে রণনীতি তৈরি করতে মঙ্গলবার সংসদ ভবনে বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, সংসদে শাসক দলকে চাপে ফেলতে পেগাসাস ইস্যু তো বটেই পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি, কৃষক বিক্ষোভ, কৃষি আইন, করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা সহ নানান বিষয়ে সংসদে সরকারকে চাপে ফেলতে রণকৌশল সাজানো হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। পাশাপাশি উপস্থিত ছিলেন শিবসেনার অরবিন্দ সাবন্ত, ডিএমকে নেতার টি আর বালু, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসপি, সিপিআইএম, আরএসপি দলের নেতারাও। অন্যদিকে, পেগাসাস ও কৃষি আইন ইস্যুতে সরকারকে চাপে ফেলতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ৭ বিরোধীদল। সংসদে এই ইস্যুতে আলোচনার দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিরোধী দলগুলি।
