Sunday, January 11, 2026

নীল ছবি কাণ্ডে গ্রেফতার মৈনাক ঘোষ ও নন্দিতা দত্ত

Date:

Share post:

কয়েক দিন আগেই কলকাতায় নীল ছবি কাণ্ডের হদিশ মেলে। নিউটাউনের এক যুবতীকে দিয়ে জোর করে পর্ন শুট করানোর অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তবে ৭২ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হল নীল ছবি চক্রের মূল দুই অভিযুক্তকে। বুধবার সন্ধ্যায় দমদম সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে৷
আজ, বৃহস্পতিবার তাদের বারাসাত কোর্টে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ দু’জনেই কো-অর্ডিনেটরের কাজ করত৷ আজ আদালতে দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ৷

অভিযোগকারিণী জানিয়েছেন, যে তিনি ভেবেছিলেন বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে মডেলিংয়ের সুযোগ পাবেন। এরপরেই ফটোগ্রাফারের ফাঁদে পা দিয়েছিলেন নিউটাউনের যুবতী। শেষমেশ এখন মাথা খুঁড়ছেন সেই সিদ্ধান্তের জন্য। ২৬ জুলাই তিনি ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে জোর করে পর্নোগ্রাফি ভিডিও শুট করানোর অভিযোগ করেন।

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। হঠাৎই এক ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় জমে ওঠে ওই যুবতীর। এরপরই সুযোগ বুঝে তাঁকে ফটোশ্যুটের প্রস্তাব দেয় সেই ফটোগ্রাফার। ততদিনে বন্ধুত্ব গড়ে ওঠায় আর বারণ করতে পারেননি সেই যুবতী। পা দিয়ে ফেলেন ফাঁদে৷ কথা মতো নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে গিয়েই জানতে পারেন, মডেলিং নয়। তাঁকে নগ্ন ফটোশ্যুট করতে হবে। তখন আর ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
পাঁচতারা হোটেলটির আটতলার ঘরে নিয়ে গিয়ে জোর করে পর্ন শ্যুট করানো হয় তাঁকে দিয়ে৷
এই পর্যন্ত সবঠিকঠাক ছিল। এরপরই হঠাৎ একদিন ওই যুবতী জানতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি, ভিডিও। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি৷ নিউটাউন থানায় ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ।

পাঁচতারা হোটেলের ম্যানেজার থেকে শুরু করে নিরাপত্তাকর্মী, সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারিকরা৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন৷ যে ওয়েবসাইটে ভিডিওগুলি আপলোড করা হয়েছিল, সেটি কারা পরিচালনা করছিল তাও জানার চেষ্টা করে পুলিশ৷
জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । দেখা যায় মূল সংযোগরক্ষাকারের কাজ করত মৈনাক ও নন্দিতা। এরপরই দুজনের ওপর নজরদারি চালাতে থাকে পুলিশ । শেষপর্যন্ত তিনদিনের মাথায় তাদের গ্রেফতার করা হয় ।

 

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...