Thursday, August 21, 2025

উপনির্বাচন কি আসন্ন? মঙ্গলবার থেকেই ৫ কেন্দ্রে FLC শুরু করার নির্দেশ কমিশনের

Date:

Share post:

রাজ্য বিধানসভার শূণ্য আসনগুলিতে নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করলো নির্বাচন কমিশন ৷

বাংলার ৫টি আসনে উপনির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই ভবানীপুর-সহ মোট ৫ টি বিধানসভা কেন্দ্রে FLC বা ফার্স্ট লেভেল চেকিং শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে শামসেরগঞ্জ ও জঙ্গিপুরে FLC হচ্ছে না। কারণ সেই আসনগুলিতে বিধানসভা নির্বাচনের আগেই তা সেরে ফেলা হয়েছে। সেখানে পূর্ণাঙ্গ নির্বাচনই হবে। সাধারণভাবে,ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়াকে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগের পদক্ষেপ হিসেবেই ধরা হয়৷ নির্বাচন কমিশন সব সময়ই কোনও কেন্দ্রের বিধায়ক ইস্তফা দিলে বা নির্বাচন বাতিল হয়ে যাওয়ার ৩ মাসের মধ্যেই এই FLC প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়৷ সূত্র মাধ্যমে জানা গিয়েছে, কমিশনের এই নির্দেশিকায় বলা হয়েছে, ৩ আগস্ট থেকে এই FLC প্রক্রিয়া শুরু হবে রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রে। ৬ আগস্টের মধ্যে তা শেষ করতে হবে। এই প্রক্রিয়ায় মূলত সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে ‘ত্রুটিপূর্ণ’ EVM এবং VVPAT বদল করা হয়। বলা হয়েছে, বাংলার ৫টি কেন্দ্র, ভবানীপুর, দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবা বিধানসভা কেন্দ্রে FLC করা হবে। প্রত্যেক রাজনৈতিক দলের দু’জন প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে। পরপর ৪ দিন ৫ কেন্দ্রে FLC চলবে।
কমিশন সূত্রের খবর, প্রথমেই রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি সমীক্ষা করবে কমিশন৷ রিপোর্ট সন্তোষজনক হলে আগস্টের শেষ সপ্তাহ বা
অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ আসনে উপনির্বাচন এবং দুই আসনে পূর্ণাঙ্গ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিতে পারে কমিশন।অক্টোবরের আগেই এই ৫ কেন্দ্রের উপনির্বাচন এবং দুই কেন্দ্রের নির্বাচন সেরে ফেলতে পারে কমিশন৷

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...