Sunday, August 24, 2025

দেশে ৪ বছরে বেকারদের আত্মহত্যা বেড়েছে ২৪ শতাংশ: কেন্দ্রীয় রিপোর্ট

Date:

Share post:

ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি(Narendra Modi) প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন তিনি। তবে গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দেশবাসীর জন্য চাকরির ভাড়ার শূন্য। শুধু তাই নয় মোদি সরকারের(Modi government) আমলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের(jobless) আত্মহত্যার(suicide) প্রবণতা। তথ্য বলছে শেষ ৪ বছরে বেকারত্বের কারণে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ। সম্প্রতি এই তথ্য প্রকাশ এনেছে খোদ কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন সংস্থা ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (এনসিআরবি)। যার ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের।

সম্প্রতি এনসিআরবি-র তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে বলা হচ্ছে, ২০১৬ সালে বেকারত্বের কারণে দেশে ২,২৯৮ জন আত্মহত্যা করেছিলেন। ২০১৯ সালে তা বেড়ে হয় ২,৮৫১। মধ্যবর্তী সময়ে ২০১৭ সালে ২,৪০৪ এবং ২০১৮ সালে ২,৭৪১ জন বেকার আত্মঘাতী হন। শুধু তাই নয়, বেকারত্বের জেরে আত্মহত্যা দেশের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। ২০১৯ সালের হিসাব অনুযায়ী এই রাজ্যে এক বছরে আত্মঘাতী হয়েছেন ৫৫৩ জন। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। ২০১৯ সালে এই রাজ্যে আত্মহত্যার সংখ্যা ৪৫২। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (২৫১), ঝাড়খণ্ড (২৩২) এবং গুজরাত (২১৯)। তুলনামূলক অনেক ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৯ সালে বাংলায় আত্মহত্যার ঘটনা মাত্র ৪০।

আরও পড়ুন:অজন্তার সমর্থনে জাগোবাংলা’য় এবার কলম ক্ষিতিকন্যা বসুন্ধরার

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে দেশে বেকারত্বের হার বাড়ছে বলে বিজেপি তরফে দাবি করা হলেও। আদতে ছবিটা আলাদা। কোভিড-১৯ সংক্রমণের আগেই মোদী জমানায় বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৪৫ বছরের সর্বোচ্চে। প্রতিবারই পরিস্থিতিতে তা আরও অবনতির দিকে যায়। তবে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা করোনা পরিস্থিতির আগে দেশে বেকারত্ব ও আত্মহত্যার আসল ছবিটা প্রকাশ্যে এনে দিয়েছে।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...