Sunday, August 24, 2025

জলের তলায় খানাকুল, আজ আকাশ পথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ, বুধবার বন্যা (Flood) কবলিত খানাকুল (Khanakul)-সহ হুগলি (Hooghly) ও হাওড়ার (Howrah) বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ হেলিপ্টারে (Helicopter) আকাশপথেই প্লাবিত এলাকাগুলি দেখবেন মুখ্যমন্ত্রী৷ এরপর খানাকুলে বন্যা পরিস্থিতি নিয়ে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও রয়েছে তাঁর৷ হুগলির খানাকুল ছাড়াও হাওড়ার উদয়নারায়ণ, আমতার মতো প্লাবিত এলাকাগুলিও পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সূত্রের খবর, বুধবার খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত ঘোষপুর মান্নানডাঙার মাঠে পৌঁছবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ সেখানেই জেলা প্রশাসনের আধিকারিকদের থেকে বন্যা পরিস্থিতির সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা করবেন। এরপর প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি৷

স্থানীয় প্রশাসন জানাচ্ছে, খানাকুলের ২ নম্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাই জলের নীচে। বিশেষত রূপনারায়ণ এবং মুণ্ডেশ্বরী নদী সংলগ্ন এলাকার অবস্থা খুবই শোচনীয়।
এই সমস্ত অঞ্চলে দোতলা পাকা বাড়গুলি পর্যন্ত অর্ধেক একতলা জলের তলায় চলে গিয়েছে৷

খানাকুলের বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে সোমবারই বায়ুসেনা এবং ভারতীয় সেনাবাহিনীর সাহায্য নিয়েছিল রাজ্য সরকার৷ হেলিকপ্টার এবং নৌকায় বাড়ির ছাদে আশ্রয় নেওয়া অনেককেই উদ্ধার করা হয়৷ জলবন্দি এলাকায় পানীয় জলেরও সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ৷

হুগলির পাশাপাশি হাওড়ার বন্যা পরিস্থিতিও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক কর্তাদের। উদয়নারায়ণপুরের পর আমতার একাংশেও জল ঢুকতে শুরু করেছে৷ বৃষ্টি বাড়লে এবং ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকছে৷

 

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...