Thursday, August 21, 2025

সফল জটিল অস্ত্রোপচার, জীবন ফেরাল সরকারি হাসপাতাল

Date:

Share post:

পেটের ভিতর দলা পাকিয়ে ছিল নাড়িভুঁড়ি। ৪ ঘন্টা ধরে চলা অতি বিরল রাইট সাইডেড প্যারা ডুয়োডেনাল হার্নিয়ার সফল অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি ফিরল রোগী। সৌজন্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল।

একটা সময় ভুল চিকিৎসার দিকেও চলে যাচ্ছিলেন জলপাইগুড়ির ডাঙাপাড়ার গদাধর রায়। জীবন ফেরাল সরকারি হাসপাতাল। বাড়ছিল খরচের বহরও। শেষ পর্যন্ত জলপাইগুড়ি স্পেশালিটি হাসপাতাল তাঁর প্রাণ ফেরাল। রোগীর পরিবার এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসক সৌমেন মণ্ডলকে। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ মুখ্যমন্ত্রীর উদ্যোগেই জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘ চার ঘন্টার জটিল অস্ত্রোপচার করে রোগীকে নতুন জীবন দিলেন শল্য চিকিৎসক সৌমেন মণ্ডল। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে বিরল রোগে ভুগছিলেন ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা উত্তর ডাঙাপাড়ার গদাধর রায়। পেশায় দিনমজুর। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে চিকিৎসায় চলে গিয়েছে সর্বস্ব। এক চিলতে জমিও বিক্রি করতে হয়েছে তাঁকে। কিন্তু দীর্ঘদিন বিভিন্ন বেসরকারি হাসপাতাল চিকিৎসা করেও লাভ হয়নি। অবশেষে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। শল্য চিকিৎসক সৌমেন মণ্ডল তাঁর চিকিৎসা শুরু করেন।

তিনি জানিয়েছেন, গত ১০-১২ বছর ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন গদাধর রায়। টিউমার সন্দেহে চিকিৎসা চলে বেসরকারি হাসপাতালে কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পরে তিনি আসেন জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে। বেশ কয়েকটি পরীক্ষা করে জানা যায় তিনি রাইট সাইডেড প্যারা ডুয়োডেনাল হার্নিয়ায় আক্রান্ত। হার্নিয়া সাধারণত শরীরের বাইরে হলেও গদাধর রায়ের ক্ষেত্রে তা ছিল শরীরের ভেতরের ডানদিকে। ক্ষুদ্রান্তের সমস্ত অংশ দলা পাকিয়ে একটি থলের আকার নিয়েছিল। বছর ষাটের গদাধরবাবুর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক সৌমেন মন্ডল বলেন, ‘উত্তরবঙ্গে এধরণের অস্ত্রোপচার সম্ভবত প্রথম।’

অস্ত্রপচারের পর বর্তমানে সুস্থ গদাধরবাবু। শল্য চিকিৎসক শৌভিক দেবনাথ, অ্যানাস্থেটিস্ট সুব্রত বর্মন ও দু’জন নার্স সহ মোট পাঁচ জনের একটি দল এই অস্ত্রোপচারে ছিলেন। স্বামীর সফল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী জোৎস্না রায়। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরবেন গদাধর। দীর্ঘদিন পর তাঁর সুস্থ‌তায় খুব খুশি রোগীর পরিজনেরা।

আরও পড়ুন- বামেদের শক্ত ঘাঁটি কেরলেও সংগঠন বিস্তারে নামল ঘাসফুল শিবির, পড়ল পোস্টার

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...