Sunday, November 9, 2025

আপনারা অনেক আশীর্বাদ দিয়েছেন, দয়া করে ভুল বুঝবেন না: ঝাড়গ্রামে বললেন মমতা

Date:

Share post:

তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার ঝাড়গ্রাম সফরে গিয়ে আদিবাসী উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে (Jhargram) পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ঝাড়গ্রাম সব আসনে তৃণমূলকে জিতিয়ে, আমাদের তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে সাহায্য করেছে”। কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রী বললেন, “আমরা ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে ভাগ করি না। সবাই একসঙ্গে কাজ করি। আপনাদের কিছু অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখে নেব। কিন্তু আমাকে দয়া করে ভুল বুঝবেন না।”

সেখানে ৯৫ শতাংশ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। “মাওবাদী হানায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি।” ঝাড়গ্রামে তিনি বলেন, “ঝাড়গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছি। ঝাড়গ্রামে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে। ৩ কোটি মানুষ দুয়ারে সরকারের দ্বারস্থ হয়েছেন, বেশিরভাগই পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রামে চারটি নতুন কলেজ তৈরি হচ্ছে। সাধুরাম চাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে”।

আরও পড়ুন:ফের সন্ত্রাস ত্রিপুরায়, এবার তৃণমূলে যোগ দিতে আসা নেতা-কর্মীরা আক্রান্ত বিজেপির হাতে

এই সরকারের আমলেই আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন করা হয়। মমতা দাবি তোলেন, সারা দেশেও এই আইন চালু করা হোক।
অলচিকি হরফে পড়ানোর জন্য ৫০০ টি স্কুল তৈরি হচ্ছে। দুয়ারে সরকার বছরে দু’বার হবে। দু-এক মাসেই দুয়ারে রেশন প্রকল্প চালু হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে মিলবে পয়লা সেপ্টেম্বর থেকে।

ঝাড়গ্রামে যাওয়ার সময় আকাশপথে হাওড়ার উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “আবহাওয়া ঠিক থাকলে আগামিকাল আমি ঘাটাল যাব, পরিদর্শনের পরে কলকাতা ফিরব”

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...