Sunday, January 11, 2026

গ্রামাঞ্চলের পরিযায়ী শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের পরিকল্পনা কী? লিখিত সওয়াল অভিষেকের

Date:

Share post:

অতিমারির সময় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সমস্যা প্রকট হয়ে উঠেছে। গ্রাম থেকে বহু মানুষ কাজের জন্য পাড়ি দেন ভিন শহরে। গ্রামেই যদি তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে হয়ত এই শ্রমিকদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হয় না। গ্রাম থেকে পরিযায়ী শ্রমিকদের চলে যাওয়া ঠেকাতে কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চাইলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি প্রশ্ন তোলেন, গ্রামাঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকদের চলে যাওয়া ঠেকাতে কেন্দ্রের কোনও বিশেষ পরিকল্পনা আছে কি? শ্রমিকদের গ্রামৃ রাখতে আরও বেশি করে কর্মসংস্থানের প্রয়োজন। সেই লক্ষ্যে কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে কি? যদি ব্যবস্থা নিয়ে থাকে তবে তার জন্য কত পরিমান অর্থ বরাদ্দ করা হয়েছে?

তৃণমূল সাংসদের এই প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Saddhi Niranjan Jyoti) বলেন, গ্রামাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চালু করা হয়েছে। এই প্রকল্পে গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারের একজন সদস্যকে বছরে ১০০ দিন কাজ দেওয়া হয়। এই প্রকল্পে ২০২০-২১ সালে ১১.১৯ কোটি মানুষকে কাজ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে ৬ অগাস্ট পর্যন্ত ৭.০১ কোটি মানুযকে কাজ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে এখনো পর্যন্ত ৪৬ হাজার ৭০৫.২৪ কোটি টাকা খরচ করা হয়েছে। গ্রামীণ এলাকার মানুষ যাতে নিজেরাই বিভিন্ন স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত হতে পারেন সেজন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সাধ্বী নিরঞ্জন জানান। এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রে চলতি বছরের জুন মাস পর্যন্ত ২৬৯১ জন প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি চলতি বছরে এখনো পর্যন্ত ১১০১৫ জনকে প্রশিক্ষণের পর বিভিন্ন কাজ দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার মানুষ যাতে অর্থসংস্থান করতে পারেন সে জন্য গরিব কল্যাণ রোজগার অভিযানের মত প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্যও কাজের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কেন্দ্রের এতসব প্রকল্প থাকা সত্ত্বেও কেন এত মানুষকে গ্রাম ছেড়ে পাড়ি দিতে হচ্ছে তার সদুত্তর নেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে।

আরও পড়ুন- তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি‌ 

advt 19

 

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...