Thursday, November 13, 2025

তপ্ত ত্রিপুরা: তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশের তাণ্ডব, টুইটে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

বিরোধীদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ থামছে না ত্রিপুরাতে(Tripura)। বুধবার অভিষেক সহ ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করার পর এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের(TMC worker) বাড়িতে তান্ডব চালাল পুলিশ। বুধবার মাঝরাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও দেবাংশু ভট্টাচার্য গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ(police)। এই ঘটনায় ত্রিপুরার বিজেপি নিয়ন্ত্রিত পুলিশের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

আরও পড়ুন:মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রচারে এবার বিজেপি! প্রকল্পের লিফলেট বিলি কাউন্সিলরের

জানা গিয়েছে, গভীর রাতে বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্যের গাড়ির চালক সুরজিত সূত্রধরকে গ্রেফতার করা হয়। টিমের নেতৃত্বে ছিলেন আমবাসা থানার এসআই সুবীর সাহা। পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে তুলে আনে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে সরব হয়ে টুইটে কুণাল ঘোষ লেখেন, “Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা। ভয় পেয়েছে বিজেপি।”

এর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করে টুইটে তিনি আরও লেখেন, ” রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না। হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি।”

উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় আমবাসায় বিজেপির দ্বারা আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে সেদিনই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে। এই মামলায় আদালতের তরফে ১৪ জনকে জামিন দেওয়া হলে ত্রিপুরা পুলিশ সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেছে বেছে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার অভিযোগ উঠল ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে।

 

spot_img

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...