Sunday, November 9, 2025

মোদির ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’: রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ বিরোধীদের

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে ফের রাজনৈতিক তাস খেললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)! 75 তম স্বাধীনতা দিবসের আগের দিনকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালনের ডাক দেন তিনি। ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে এভাবে পালনের কথাই নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ বিরোধীদের।

১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান (Pakistan) ৷ এবার থেকে এই দিন দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি৷ এ দিন টুইটে মোদি লেখেন, “দেশভাগের যন্ত্রণা কোনও দিন ভোলা যাবে না৷ তীব্র ঘৃণা ও হিংসার শিকার হয়ে লক্ষ লক্ষ ভাই-বোন ভিটে-মাটি ছাড়া হয়েছিলেন। অনেকে প্রাণ হারিয়েছিলেন৷ সেই সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করেই ১৪ অগাস্ট দিনটিকে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস হিসেবে এবার থেকে পালন করা হবে৷” এটা একতা, সামাজিক সম্প্রীতি এবং মানবিকতার বোধকেও মজবুত করবে বলে মত প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে এন্টালি থানার পুলিশ

কিন্তু মোদির এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু দেখা দেয়৷ তৃণমূল নেতা নির্বেদ রায় (Nirbed Ray) কটাক্ষ করে বলেন, যাঁরা ইংরেজদের দেশভাগের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন, তাঁরাই আজ দেশভাগ দিবসকে স্মরণ করতে চাইছেন৷ তৃণমূল নেতা তথা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বাংলা আর পঞ্জাবের দেশভাগের ইতিহাস আলাদা৷ এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়৷ অনেক ভেবেচিন্তে কোনও ঘোষণা বা মন্তব্য করা উচিত৷ সামনেই পঞ্জাবের নির্বাচন। সে দিকে তাকিয়েই এই সেন্টিমেন্টাল কার্ড খেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ব্রাত্যর।

তবে, প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে অত্যন্ত সময়োচিত বলে মত করছেন বিজেপির (Bjp) । তাদের পাল্টা যুক্তি, দেশভাগের ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্যই দেশভাগের স্মৃতিতে বিশেষ দিন পালন করার ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

advt 19

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...