Friday, November 7, 2025

‘নারীশক্তির বিকাশে আরও গুরুত্ব দেওয়া হোক’, প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে বললেন রাষ্ট্রপতি

Date:

Share post:

৭৫তম স্বাধীনতা দিবসের আগে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। ভাষণের শুরুতেই মহাত্মা গান্ধী ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।সেইসঙ্গে টোকিও অলিম্পিক্সে ভারতের অনবদ্য সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি করোনা নিয়েও দেশবাসীকে সতর্ক করেন তিনি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা তুলে ধরেন।

এদিন দেশের প্রথম নাগরিক বলেন, কোভিড ১৯ অতিমারি এখনও শেষ হয়নি। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও নাগরিকদের কোভিড বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি বলেন, কোভিডের প্রকোপের থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র অস্ত্র। পাশাপাশি তিনি এও বলেন এখনও পর্যন্ত মোট ৫০ কোটি দেশবাসীর টিকাকরণ হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

টোকিও অলিম্পিক্সে ভারতের পদকলাভের জন্য সকল অ্যাথলিটদের শুভেচ্ছা জানান রামনাথ কোবিন্দ। অলিম্পিক্সে মেয়েদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এভাবেই সারা দেশে সবক্ষেত্রে মহিলারা এগিয়ে আসুক ও সাফল্য লাভ করুক। এছাড়াও নারী শক্তির বিকাশের কথা দেশবাসীর সামনের তুলে ধরেন তিনি।  বক্তৃতায় তিনি বলেন, দেশের নারীশক্তির জাগরণ হোক, সেই কামনা করি। তাই নারী বিকাশে সরকার আরও গুরুত্ব  দিক। এছাড়াও দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের কথাও এদিন তুলে ধরেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত আগামিকাল ৭৫তম স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করে লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ভাষণের পর হেলিকপ্টার থেকে লালকেল্লায় ফুলের পাপড়ি ছড়ানো হবে।


spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...