স্বাধীনতা দিবসের সকালে অগ্নিকাণ্ডে মৃত ২। আজ সকাল ৭টা ২৫ মিনিটে দিল্লির দ্বারকা এলাকায় একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনেন দমকলবাহিনী। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। হোটেলের ভেতরে কেউ আটকে পড়েছে কিনা, তা দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন দ্বারকা পুলিশ।

আরও পড়ুন: ত্রিপুরায় থাকছেন বিপ্লব, সুবিধা তৃণমূলেরই: মত রাজনৈতিক মহলের
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতকাল গভীর রাতে গোটা হোটেলে শর্ট-সার্কিট হয় এবং পরে লোডশেডিং হয়ে যায়। তার আধঘণ্টার মধ্যেই ফের বিদ্যুৎ পরিষেবা চালু হয়ে যায়। এরপর সকাল ৭টা নাগাদ ওই ব্যক্তি দেখেন গোটা হোটেল ধোঁয়ায় ভরে গিয়েছে। এমনকি গ্রাউন্ড ফ্লোরে রীতিমত আগুন জ্বলছে। এরপর বিস্ফোরণের শব্দ শোনার পর পরই দমকলে খবর দেন তিনি। দ্বারকার পুলিশ জানিয়েছেন, এক তলার সিঁড়ি থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরুদ্ধ হয়েই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

