Friday, November 7, 2025

স্বস্তির খবর! সেপ্টেম্বরেই শিশুদের জন্য বাজারে আসতে চলেছে ভ্যাকসিন

Date:

Share post:

সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই ভারতে মিলবে শিশুদের জন্য ভ্যাকসিন। শিশুদের ভ্যাকসিন নিয়ে এমনই দাবি করেছিলেন এইমসের ডিরেক্টর ডা. রনদীপ গুলেরিয়া।তা নিশ্চিত করল ভারত বায়োটেক। এক সাংবাদিক বৈঠকে তারা জানিয়েছে তাঁদের ট্রায়াল প্রায় শেষ। তারা আশাবাদী অনুমোদন পেলেই আগামী মাসে অর্থ্যাৎ সেপ্টেম্বরে ২-১৮ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন বাজারে আনতে পারবে।
শিশুদের ভ্যাকসিন প্রসঙ্গে স্বস্তির খবর দিয়েছেন ন্যাশানাল ইন্সটিটিউট অফ চাইরোলজির ডিরেক্টর প্রিয়া আব্রাহামও। তিনি ভারত বায়োটেকের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, সেপ্টেম্বরে শিশুদের ভ্যাকসিন চলে আসতে পারে। শিশুদের কমপক্ষে ৫টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। ২ থেকে ১৮ বছর বয়সি শিশুদের উপরে একাধিক হাসপাতালে ট্রায়ালও চলছে বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে প্রিয়া আব্রাহাম বলেন, আশা করা হচ্ছে, ফলাফল খুব শীঘ্রই পাওয়া যাবে এবং সেগুলি রেগুলেটর্সদের সামনে পেশ করা হবে। মনে হচ্ছে সেপ্টেম্বরে বা সেপ্টেম্বরের পরেই শিশুদের জন্য টিকা চলে আসবে”।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ছারখার দেশে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। যাতে সব থেকে বেশি সংক্রমিত হতে পারে শিশুরা। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন খোদ বিশেষজ্ঞরা। চলতি বছর জানুয়ারি মাসে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় ১৬ জানুয়ারি থেকে কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের টিকাকরণ শুরু হয়। ইতিমধ্যে দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। শিশুদের উপর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কিন্তু কবে থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ? সেই প্রশ্ন তুলছেন অনেকেই।সে প্রসঙ্গেই স্বস্তির খবর পাওয়া গেল। বলে মনে করছেন অভিভাবকরা।

advt 19

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...