Monday, November 10, 2025

চুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে, মধ‍্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষায় কর্তারা

Date:

Share post:

চুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে ( EastBengal)। আজও মিটল না বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের ( Sree Cement )সঙ্গে চুক্তি জোট। মধ‍্যস্থাকারীদের সঙ্গে বৈঠক হওয়ার পরই স্থগিত করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকারী কমিটির বৈঠক। বৈঠক। মধ‍্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষায় লাল-হলুদ কর্তারা।

শুক্রবার বেলায় মধ‍্যস্থতাকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন ক্লাব কর্তারা। সূত্রের খবর সেই বৈঠকে রিলায়েন্স কর্তারা সহ আরও বেশ কিছু প্রশাসনিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রায় চার ঘন্টা ধরে চলে এই বৈঠক। সেই বৈঠকে নিজের যাবতীয় বক্তব্য তুলে ধরেন ক্লাব কর্তারা। এবং মধ‍্যস্থতাকারীদে উত্তরের অপেক্ষায় লাল-হলুদ কর্তারা। এদিন লাল-হলুদের এক কর্তা বলেন, “বৈঠকে আমরা আমাদের সব কথা বলেছি।ওরা বলেছে এক দু’দিনের মধ‍্যে জানাবে।” এদিকে মধ‍্যস্থতাকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরই বাতিল করে দেওয়া হয় সন্ধ্যায় কার্যকারী কমিটির বৈঠক।

গত সোমবারই মুল চুক্তিপত্র ক্লাব কর্তাদের পাঠিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট। গতকাল  চুক্তি বিষয় নিয়ে কার্যকারী বৈঠকে বসে ক্লাব তাঁবুতে। কিন্তু সেই বৈঠকের মাঝে মধ্যস্থতাকারীদের ফোন পেয়ে বৈঠক থেমে গিয়েছিল। তখন মনে হয়েছিল, এ বার বোধহয় বেরোবে রফাসূত্র। কিন্তু কোথায় কি? এদিন বিকেলের পর আবারও সেই একই ছবি।  চুক্তি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র। বৈঠক শেষ পর্যন্ত নিষ্ফলা।

আরও পড়ুন:চোটের কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত‍্যাহার করে নিলেন রাফায়েল নাদাল

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...