ই-সিমকার্ড দেওয়ার নাম করে ৮৪ লক্ষ টাকার জালিয়াতি! গ্রেফতার দুই

প্রতীকী ছবি

ফের প্রতারণা শহরে। এবার ই-সিমকার্ড দেওয়ার নাম করে সল্টলেকের এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে প্রায় ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নিল জালিয়াতরা। হদিশ মিলেছে ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের। এই ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রাহুল রায়চৌধুরী ও সোমা দাস। শিবরাম অরোরা নামে সল্টলেকের এক ব্যবসায়ী জালিয়াতির অভিযোগ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় যান। তাঁর অভিযোগ, গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত লাগাতার একটি মোবাইল সংস্থার পরিচয় দিয়ে ই সিমকার্ড নিতে বারবার বলা হচ্ছিল। এরপর অবশেষে সিমকার্ড নিতে রাজি হন তিনি। এরপরেই হ্যাক করা হয় তাঁর সিমকার্ড। সিমকার্ড হ্যাক করে ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এই ঘটনায় ধৃত রাহুল রায়চৌধুরী ও সোমা দাস-কে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাদের ২৬ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। লালবাজারের গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছে ১৬ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়েছে এই ৮৪ লক্ষ টাকা। এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত রয়েছে কিনা সেবিষয়ে তদন্ত করে খতিয়ে দেখছে গোয়েন্দারা।

আরও পড়ুন- ‘আফগানিস্তানে তেল সস্তা, ওদেশে যান’, বিতর্কিত মন্তব্য BJP নেতার advt 19

 

Previous articleচুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে, মধ‍্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষায় কর্তারা
Next articleপ্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাঙ্কার বানাচ্ছে চিন, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র