ছোট বিমানে ভারতীয়রা কাবুল থেকে তাজিকিস্তানে, তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে নর্দার্ন অ্যালায়েন্স

কাবুলে (Kabul) বড় বিমান নিয়ে গিয়ে ভারতীয়দের উদ্ধারের সমস্যা। সেই কারণে, ছোট ছোট বিমানে ভারতীয়দের কাবুল থেকে তাজিকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। তিন দিন ধরে তাজিকিস্তানে আটকে রয়েছে ভারতীয় বিমান। ঢুকতে না পারায় বাড়ছে উদ্বেগ। চরম অশান্ত আফগানিস্তান (Afghanistan)। আটকে ২০০-রও বেশি ভারতীয়। কাবুল বিমানবন্দরের টারম্যাকে দেশ ছাড়তে মরিয়া মানুষের ভিড়। সেই কারণে C-17-র মতো বড় বিমান ওঠা-নামায় সমস্যা হচ্ছে। এই কারণে কাবুলে আটকে থাকা ৯০ জন ভারতীয়কে বায়ুসেনার হারকিউলিস বিমান উদ্ধার করে তাজিকিস্তানে নিয়ে গিয়েছে। বাকিদেরও একইভাবে নিয়ে আসা হবে।

আরও পড়ুন-Breaking: মালা রায়ের সঙ্গে বৈঠক, ‘বঙ্গজননী’-তে বড় পদে আসছেন শিখা

প্রায় ছ’দিন হল আফগানিস্তানে ক্ষমতায় তালিবান। ক্ষমতা দখলের পরে মুখে যাই বলুক না কেন আগের মতোই হিংসাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে তালিবান। ফলে কাবুল ছাড়তে মরিয়া ভারতীয়-সহ বিদেশিরা। দু’দফায় উদ্ধারকাজ চললেও এখনও আফগানিস্তানে আটকে বেশ কিছু ভারতীয়।

ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত বায়ুসেনার A C-17 বিমান। কিন্তু কাবুলে বিমানবন্দরে নামতে না পারায় সেটিকে তাজিকিস্তানে রাখা হয়েছে। সেখানেই ছোট বিমান করে ভারতীয়দের নিয়ে দিয়ে দেশে ফেরানো ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন-চুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে, মধ‍্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষায় কর্তারা

এদিকে, আফগানিস্তানের এদিকে জোরদার প্রতিরোধ গড়ে তুলেছে নর্দান অ্যালায়েন্স বাহিনী। তিন জেলা তালিবানমুক্ত করেছে তারা। সূত্রের খবর,

নর্দান অ্যালায়েন্সের আক্রমণে ৪০ তালিবানের মৃত্যু হয়েছে।

advt 19