সাক্ষাৎকারের মাঝেই নীরজ চোপড়ার ( Neeraj chopra) সামনে নাচ রেডিও জকির। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই উঠছে সমালোচনার ঝড়।

ঘটনার সূত্রপাত, এক এফএম স্টেশনের রেডিও জকির মালিশকা মেন্ডনসার ভিডিও কলে করে সাক্ষাৎকার নেয় নীরজ চোপড়ার। সাক্ষাৎকার নেওয়ার সময় নৃত্ত্য পরিবেশন করেন তারা। প্রধানত এই ঘটনাটি অনুপযুক্ত বলে মনে করা হয়েছিল। ৪৫-সেকেন্ডের ভিডিওতে, মালিশকা এবং তার কিছু মহিলা সহকর্মীদের বলিউড চলচ্চিত্রের গান ‘উড়ে জাব জাব জুলফিন তেরি’ গানে নাচতে দেখা যায়। ক্লিপে, মালিশকা একটি ফুল বহন করতে দেখা যায়, যা তিনি চোপড়ার দিকে ইঙ্গিত করেন। ক্লিপটি টুইটারে শেয়ার করে, মালিশকা লিখেছিলেন, “লেডিসেস..হ্যাঁ আমি কঠিন আঘাত পেয়েছি, গভীর উত্তরও পেয়েছি কিন্তু..ক্যামেরা জুম কলের দিকে যাওয়ার আগে প্রথম ৪ সেকেন্ড অনুমান করে আমরা নেচেছি নীরাজের জন্য।”

Ladiesssss..Yes I got the hard hitting, deep answers too but..Take the first 4 secs before the cam moves to the zoom call to guess who we are dancing for😇 😉 #udejabjabzulfeinteri and then tell me I did it for all of us😄 #gold #olympics #neerajchopra @RedFMIndia @RedFM_Mumbai pic.twitter.com/SnEJ99MK31
— Mumbai Ki Rani (@mymalishka) August 19, 2021
ল্যাপটপে থাকা নীরজকে প্রথমে হাসতে দেখা গেলেও পরে স্পষ্ট বোঝা গিয়েছে তিনি কতটা অস্বস্তিতে পড়েছেন। এই দেখেই নেটিজেনরা প্রতিবাদ করেছেন। মালিশকার উদ্দেশে একের পর এক সমালোচনা ভেসে এসেছে।
এক নেটিজেন লিখেছেন, “যে ভাবে শান্ত হয়ে বসেছিল নীরজ তার জন্য তাঁর ধন্যবাদ প্রাপ্য। যারা ওকে পদকজয়ী না ভেবে, একফোঁটাও শ্রদ্ধা না দেখিয়ে যৌনতার প্রতীক হিসেবে তুলে ধরেছে তাদের লজ্জা পাওয়া উচিত।”

Ugggh! Cringe max. So basically you are perpetuating the stereotype that the man is the real achiever and women are mere mujrewalis dancing to get his attention! How sick and sexist is this. Also, you guys can’t dance to save your life.
— Shefali Vaidya. 🇮🇳 (@ShefVaidya) August 20, 2021
আর একজন লিখেছেন, ‘আশা করি এ ধরনের বোকামো দেখার পরও পদকজয়ের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না আমাদের ক্রীড়াবিদরা।”
Ugggh! Cringe max. So basically you are perpetuating the stereotype that the man is the real achiever and women are mere mujrewalis dancing to get his attention! How sick and sexist is this. Also, you guys can’t dance to save your life.
— Shefali Vaidya. 🇮🇳 (@ShefVaidya) August 20, 2021
আরও পড়ুন:অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয় ভারতের অমিত খাতরির
