এএফসি কাপে( Afc Cup) দ্বিতীয় ম্যাচেও জয় এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও ৩-১ গোলে হারাল মাজিয়া এসসিকে( Maziya Sc)। বাগানের হয়ে গোল তিনটি করেন লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা ও মনবীর সিং। এই জয়ের ফলে নকআউট পর্বের রাস্তা কার্যত নিশ্চিত করল হাবাসের দল।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে এএফসি কাপের ম্যাচ। ম্যাচের ৫ মিনিটেই গোল করে দেন মনবীর সিং। কিন্তু তা অফসাইডের কারণে বাতিল করে হয়ে যায়। তবে এরই মাঝে গোল করে দেয় মাজিয়া। ম্যাচের ২৫ মিনিটে মাজিয়ার হয়ে গোলটি করেন ইব্রাহিম অসিম। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় বাগান ব্রিগেড।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। ম্যাচের ৪৭ মিনিটে বাগানের হয়ে সমতা ফেরান লিস্টন কোলাসো। এরপর মাঠে পরিবর্ত হিসাবে হুগো বৌমাস মাঠে নামার পরই খেলা দখলে চলে আসে বাগান ব্রিগেডের কাছে। ম্যাচের ৬৩ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন রয় কৃষ্ণা। এরপর ম্যাচের ৭৭ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে ৩-১ করেন মনবীর সিং। এই জয়ের ফলে ‘ডি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এটিকে মোহনবাগান। আগামী মঙ্গলবার গ্রুপ ‘ডি’ শেষ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামবে মোহনবাগান।
আরও পড়ুন:সাক্ষাৎকারের মাঝেই নীরজের সামনে রেডিও জকির নৃত্য, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়
