Friday, November 7, 2025

এবার লক্ষ্মীর ভাণ্ডারে সক্রিয় বাম-বিজেপি

Date:

Share post:

বাংলাজুড়ে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বেনজির উৎসাহ রাজ্যবাসীর৷ এবার শিবিরে আসা মহিলাদের ফর্মপূরণে সাহায্য করছেন স্থানীয় বিজেপি ও সিপিএম নেতা-কর্মীরা৷ শিবিরের কাছাকাছি আলাদা চেয়ার-টেবিল পেতে এই দুই দলের কর্মীরা রীতিমতো ব্যস্ত ফর্ম পূরণ করে দিতে৷ এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় এবং দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে৷ পানগড় বাজার জুনিয়র হাই স্কুলে বসেছে দুয়ারে সরকার শিবির৷

আরও পড়ুন-মমতার হাত ধরে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য, বলছে মোদি সরকারের রিপোর্ট কার্ড!

সেখানে স্থানীয় মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্মপূরণে স্কুলের পাশেই বসেছেন সিপিএমের কর্মীরা৷ মহিলাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন বাম নেতা-কর্মীরা। শিবিরে আসা এলাকার তৃণমূল শিবিরের বক্তব্য, ‘‘ভোটের সময় সিপিএম এই সব প্রকল্প নিয়ে তুমুল সমালোচনা করেছিল৷ এখন সম্বিত ফিরেছে৷’’ এই একই দৃশ্য দেখা গিয়েছে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডেও। মেদিনীপুর শহরের কর্নেলগোলায় নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে চলছে ওই শিবির। সেই শিবিরের বাইরে সাধারণ মানুষকে সাহায্য করতে সিপিএমের শাখা দফতরের বাইরে রয়েছেন সিপিএম নেতা-কর্মীরা। মহিলাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন বাম শিবিরের কর্মীরা।

আরও পড়ুন-তালিবান সরকারকে আন্তর্জাতিক দুনিয়ায় স্বীকৃতি দেওয়া উচিত নয়, মন্তব্য পপস্টার আরিয়ানা সইদের

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে দেখা গিয়েছে একই ছবি৷ কুলতলি কুণ্ডুখালি বিশ্বনাথ বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবিরের পাশে বসেছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা৷ ফর্মপূরণ করে দিতে তাঁরাও কাজে নেমেছেন৷ স্থানীয় বিজেপি-র বক্তব্য, ‘‘বিজেপি সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকে, এখানেও আছে।’’ এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল কটাক্ষের সুরে বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি জনস্বার্থযুক্ত, তা প্রমাণ হয়েছে সাধারণ মানুষের যোগদান দেখেই৷ বিজেপি এমনিতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ অস্তিত্ব রাখতে ওরা শিবিরে এসেছে।’’

advt 19

 

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...