Wednesday, January 14, 2026

মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

Date:

Share post:

সোমবার রায়গড়ে জন আশীর্বাদ যাত্রা চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? এরপরই রানে বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এই মন্তব্যের জেরে উত্তাল মহারাষ্ট্র-রাজনীতি।

রানের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন শিব সেনার সদস্যরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে পুনেতে একটা, নাসিকে দু’টি এবং রায়গড়ের মাহাদে একটি অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে রানের বিরুদ্ধে। সূত্রের খবর, আজই তিনি গ্রেফতার হতে পারেন।

আরও পড়ুন: কাবুল থেকে ইউক্রেনের বিমান ‘অপহরণ’!

অন্যদিকে, শিবসেনা সাংসদ বিনায়ক রাউত রানের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীকে সরানোর দাবি জানিয়েছেন রাউত। ইতিমধ্যেই, কেন্দ্রীয় মন্ত্রী রানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করেছে রত্নগিরি আদালত। নাসিকের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানিয়েছেন, পুলিশের একটি দল আগামী দু’ঘণ্টার মধ্যেই চিপলুন পৌঁছবে। রানেকে তাঁদের হেফাজতে নিয়ে নাসিক পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে নীতেশ রানে ট্যুইট করে দাবি করেছেন, জুহুতে তাঁদের বাড়ির বাইরে জড় হওয়ার পরিকল্পনা করছেন যুব সেনার সদস্যরা। তাঁদের বিরুদ্ধে মুম্বই পুলিশকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেছেন রানে-পুত্র নীতেশ।
advt 19

 

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...