Thursday, November 13, 2025

‘উত্তরপ্রদেশ মডেল বাংলার জন্য কার্যকর নয়’, ভোটে হেরে ‘বোধোদয়’ বিজেপির

Date:

Share post:

বাংলা দখলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও গো-হারা হেরেছে বিজেপি(BJP)। হারের কারণ অনুসন্ধান করতে গিয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ(Shivprakash) স্বীকার করে নিলেন বঙ্গে বিধানসভা ভোটে বিজেপি তৈরি করা রণকৌশল সঠিক ছিল না।

সোমবার হেস্টিংসের কার্যালয়ে দু’দফায় সাংগঠনিক বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, শিবপ্রকাশরা। প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার মথুরাপুর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব। এবং দ্বিতীয় বৈঠক হয় কলকাতা উত্তর-দক্ষিণ এবং উত্তর শহরতলীর জেলা নেতৃত্ব ও মন্ডল সভাপতিদের উপস্থিতিতে। এই দুই বৈঠকেই দলীয় নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দিল্লির মতামত চাপিয়ে দেওয়া ভুল হয়েছিল। পাশাপাশি এই বৈঠক থেকেই শিবপ্রকাশ স্বীকার করে নেন, নির্বাচনের সময় রাজ্যের নেতারা যখন বলতেন উত্তর প্রদেশ মডেল পশ্চিমবঙ্গে প্রযোজ্য হবে না তখন তার গুরুত্ব দেওয়া হয়নি ফল প্রকাশের পর বিষয়টা স্পষ্ট হয়েছে। উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ এক নয়, এখানে জিততে হলে এখানকার উপযোগী রণকৌশল দরকার। পাশাপাশি তিনি এটাও বলেন এই রাজ্যের বেশিরভাগ মানুষ ধর্মনিরপেক্ষ মানসিকতার হওয়ায় উত্তরপ্রদেশ মডেল কোনও কাজে আসেনি।

আরও পড়ুন:সম্ভবত আজ দুপুরেই সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত জাহান 

উল্লেখ্য, একুশের বঙ্গ বিধানসভা নির্বাচনের শুরু থেকে ২০০ আসন পাবে বলে সুর চড়িয়েছিল গেরুয়া শিবির। গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভার বঙ্গে ভোটের প্রচারে মাঠে নেমেছিলেন, বাদ ছিলেন না খোদ অমিত শাহ নরেন্দ্র মোদি। লক্ষ্য ছিল উগ্র হিন্দুত্ব। যেকোনো ইস্যুতেই মেরুকরণ ঘটাতে মরিয়া ছিল বিজেপি। সেক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও বাদ ছিল না কোনওকিছু। এমনকি ভিন রাজ্য থেকে লোকবল এনে প্রতিটি বিধানসভায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর অবশ্য ভোটবাক্সে স্পষ্ট হয়ে গিয়েছে। অবশেষে হারের অনুসন্ধান করতে গিয়ে বোধোদয় হলো বিজেপির। বিজেপি নেতাদের অনুমান উত্তরপ্রদেশ মডেল বলতে এই সকল প্রসঙ্গ বোঝাতে চেয়েছেন শিবপ্রকাশ।

advt 19

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...