চোটের কারণে ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরিনা উইলিয়ামস

চোটের কারণে ইউএস ওপেন ( US Open) থেকে সরে দাঁড়ালেন সেরিনা উইলিয়ামস( Serena Williams)। যার ফলে এ বারও মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড স্পর্শ করা হল না তাঁর। হ‍্যামস্ট্রিংয়ের চোটের কারণেই সরে দাঁড়ালেন তিনি।

বৃহস্পতিবার ইউএস ওপেন থেকে সরে যাওয়া নিয়ে সেরিনা লেখেন,” আমার ডাক্তার ও পরিবারের সঙ্গে কথা বলার পর ইউএস ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। কারণ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আমার বিশ্রাম প্রয়োজন। নিউ ইয়র্ক আমার খুবই পছন্দের শহর। তবে এ বার সেখানে থাকতে পারব না।”

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরিনা আর একটি খেতাব জিতলেই ছোঁবেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ড।  কিন্তু চোটের কারণে এ বারও স্পর্শ করা হল না সেরিনার।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleসম্ভবত আজ দুপুরেই সন্তানের জন্ম দিতে চলেছেন নুসরত জাহান 
Next article‘উত্তরপ্রদেশ মডেল বাংলার জন্য কার্যকর নয়’, ভোটে হেরে ‘বোধোদয়’ বিজেপির