সব জল্পনার অবসান। মা হলেন অভিনেত্রী নুসরত জাহান (actress nusrat jahan delivered a baby boy) । বৃহস্পতিবার দুপুরে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে (at a private hospital of park street) সি সেকশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত । মা ও শিশু দুজনেই এখন স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । শিশুর ওজন ২.৯ কেজি। নুসরতের মা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে দিয়েছেন যশ (actor yash Dashgupta) । লিখেছেন ওরা দুজনেই এখন ভালো আছে।

এদিন সকাল থেকেই যশকে হাসপাতালে দেখা গিয়েছে। রীতিমতো ব্যস্ততার ভঙ্গিতে তিনি ছুটোছুটি করছিলেন । গতকাল অর্থাৎ বুধবার নুসরতকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতা যশ দাশগুপ্ত নিজে সঙ্গে এসে নুসরতকে ভর্তি করিয়ে দিয়ে যান বলে জানা গিয়েছে । নুসরতের সন্তানের পিতৃত্বের স্বীকৃতি নিয়ে এখনো পর্যন্ত নুসরত বা যশ কেউই এতদিন পর্যন্ত কোনো কথা বলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী গতকালই বার্তা দিয়েছেন যে আর রাখ ঢাক নয় এবার সব জানাজানি হবে। সবাই সবকিছু জানতে পারবেন। কিন্তু তিনি কি জানাতে চান তা স্পষ্ট করে বলেননি।
