জল্পনার অবসান। জুভেন্তাস ( juventus) ছেড়ে পুরোনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে( Manchester United) সই করলেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো( Ronaldo)। শুক্রবার দিনভর জল্পনার পর অবশেষে রাতে সরকারি ঘোষণা করা হয় ম্যানইউর পক্ষ থেকে। দীর্ঘ ১২ বছর পর আবারও ওল্ড ট্রাফোর্ডে দেখা যাবে পর্তুগিজ সুপারস্টারের পায়ের ঝলকানি।

এ যেন শত্রুর মুখ থেকে শিকার ছিনিয়ে আনার বিষয়। শুক্রবার বিকেল পযর্ন্ত ঠিক ছিল জুভেন্তাস ছেড়ে ম্যানসিটিতে সই করবেন রোনাল্ডো। কিন্তু সন্ধ্যের পরই হাওয়া ঘুরতে থাকে। জানা স্যার অ্যালেক্স ফার্গুসন ফোন করেন রোনাল্ডোকে। আর এক ফোনেই বাজিমারে ম্যানইউ। পুরোনো কোচের কথা ফেলতে পারেননি সিআরসেভেন। অবশেষে ইতালির ক্লাব জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চস্টার ইউনাইটেডই সই করলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এদিন ম্যানইউর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্রান্সফার নিয়ে জুভেন্তাসের সঙ্গে আলোচনা চূড়ান্ত করা গিয়েছে। ঘরে ফিরছে রোনাল্ডো। নিজের ঘরে তোমাকে স্বাগত রোনাল্ডো।”

Welcome 𝗵𝗼𝗺𝗲, @Cristiano 🔴#MUFC | #Ronaldo
— Manchester United (@ManUtd) August 27, 2021
২০০৩ থেকে ২০০৯ পযর্ন্ত ম্যানইউতে ছিলেন রোনাল্ডো। তারপর ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদ এবং তারপর জুভেন্তাস যান সিআরসেভেন।

আরও পড়ুন:টোকিও প্যারালিম্পিক্সে সেমিফাইনালে ভাবিনাবেন প্যাটেল
