১) টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল। এফ ৬৪ বিভাগে সোনা জিতে নিয়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান।

২) ইতিহাস গড়লেন অবনী লেখারা। টোকিও প্যারালিম্পিক্সে সোনার পদক জিতলেন তিনি।১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী।

৩) টোকিও প্যারালিম্পিক্সে রুপো জয় যোগেশ কাঠুনিয়ার। শুটিংয়ে সোনা জয়ের পরেই রুপো এল ডিসকাস থ্রোয়ে। ৪৪.৩৮ মিটার ছুড়ে রুপো পেলেন যোগেশ।

৪) টোকিও প্যারালিম্পিক্সে একের পর এক পদক জয় ভারতের। জোড়া পদক জয় ভারতের। প্যারালিম্পিক্সে রুপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। সেই ইভেন্টে ব্রোঞ্জ জয়ও ভারতের। সুন্দর সিং গুরজার ব্রোঞ্জ এনে দিলেন ভারতকে।


৫) এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানকে ছাড়াই চলবে কলকাতা লিগ। জানালেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।


আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ
