ইউএস ওপেন(us open) থেকে বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন নায়োমি ওসাকা( naomi osaka)। এদিন তিনি তৃতীয় রাউন্ডে হেরে গেলেন লেইলা ফার্নান্ডেজের কাছে। ম্যাচের ফলাফল ৭-৫, ৬-৭, ৪-৬। টোকিও অলিম্পিক্সের পর ইউএস ওপেনেও ব্যর্থতা।

এদিন ম্যাচের পর সাংবাদিক সম্মলনে কান্নায় ভেঙে পড়েন ওসাকা। তিনি বলেন,” আমার মধ্যে কোনও আবেগ কাজ করছে না। জিতলে আনন্দ পাচ্ছি না। মনে হয় যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। হেরে গেলে ভেঙে পড়ি। আমার মনে হয় না এটা স্বাভাবিক। খুব স্পষ্ট করে বোঝানো কঠিন। সত্যি বলতে বুঝতে পারছি না আমার জীবনে কী করা উচিত। বোঝার চেষ্টা করছি যে আমি কী করতে চাই। আমি জানি না আবার কবে টেনিস খেলব। ” ওসাকার এই বক্তব্যে কার্যত স্পষ্ট মানসিক যুদ্ধে এখনও বিধ্বস্ত তিনি।

আরও পড়ুন:টোকিও প্যারালিম্পিক্সে ফাইনালে প্রমোদ ভগত
