টোকিও প‍্যারালিম্পিক্সে ফাইনালে প্রমোদ ভগত

টোকিও প‍্যারালিম্পিক্সে( tokyo paralympics) একের পর এক সাফল‍্য ভারতের( india)। শনিবার সকালে প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে এসএল৩ বিভাগে ফাইনালে উঠলেন ভারতের প্রমোদ ভগত( Pramod Bhagat)। এরফলে টোকিওতে রুপো নিশ্চিত করলেন তিনি।

এদিন সেমিফাইনালে প্রমোদ হারিয়ে দেন জাপানের দাইসুকে ফুজিহারাকে। ম‍্যাচের ফলাফল ২১-১১, ২১-১৬। প্রথমে ম‍্যাচে পিছিয়ে পড়েন প্রমোদ। তার পরে ম‍্যাচে দারুণ ক‍্যামব‍্যাক করে ফিরে আসেন তিনি। বেশ কিছু লম্বা র‍্যালি খেলেন দুই শাটলার। দ্বিতীয় গেমে যদিও ফুজিহারাকে সুযোগই দেননি প্রমোদ।

এই বছরই প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনকে যুক্ত করা হয়েছে। আর এই ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে প্রমোদ।

আরও পড়ুন:মণীশ, সিংহরাজকে অভিনন্দন জানিয়ে টুইট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

 

Previous articleবনগাঁয় তাসের ঘরের মতো ভেঙে পড়ল BJP, ২ হাজার কর্মীর তৃণমূলে যোগদান
Next articleবৃদ্ধি নয়, দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে: GDP রিপোর্ট ফুৎকারে উড়িয়ে দাবি কৌশিক বসুর