Thursday, December 18, 2025

শিরদাঁড়া বিক্রি করব না, ১০ পয়সা নেওয়ার প্রমাণ দিক, দিল্লি যাওয়ার আগে বললেন অভিষেক

Date:

Share post:

ইডির (ED) ডাকে সাড়া দিয়ে আজ, রবিবার দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তার আগে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”কলকাতার কেস আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। আমি যাব দিল্লিতে। আমি তো যাচ্ছি। আমি সব ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি।”

অভিষেক আরও বলেন, “এই এত বড় দুর্নীতির কথা বলছে! কেউ বলছে ১০০ কোটি, কেউ বলছে ২০০ কোটি, কেউ বলছে ৫০০ কোটি, কেউ বলছে ১০০০ কোটি। আমি নভেম্বরে প্রকাশ্যে জনসভা থেকে বলেছিলাম, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারলে বা কোথাও থেকে ১০ পয়সাও নিয়েছি প্রমাণ থাকলে জনসমক্ষে আনুন। আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না। ফাঁসির মঞ্চ করে মৃত্যুবরণ করতে রাজি আছি। আজও একই কথা বলছি। যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি। জনসমক্ষে আনছেন না কেন?”

বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করেন অভিষেক। তাঁর কথায়, “রাজনৈতিকভাবে হেরে গিয়েছে। তৃণমূলের সঙ্গে মোকাবিলা না করতে পেরে প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে। তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের কোনও কাজ নেই। বিজেপির যে কোনও সর্বভারতীয় নেতাকে অনুরোধ করছি, আপনি চ্যানেল ঠিক করুন। সময় ঠিক করুন। কোন কেন্দ্রীয় সংস্থা কীভাবে কাজ করেছে, আর ভারতবর্ষের কী করুণ পরিণতি হয়েছে আপনাদের ৭ বছরের শাসনকালে, এক্সপোজ করতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না।”

এদিন দিল্লি যাওয়ার আগে নাম না শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন অভিষেক। তিনি, ”যাদের হাত পেতে টিভির পর্দায় নির্দ্বিধায়, নির্লজ্জভাবে টাকা নিতে দেখা গেল তাদের চার্জশিটে নাম থাকে না। তখন কি ইডি-সিবিআইয়ের চোখে ছানি পড়ে যায়! কাগজ, টাওয়াল মুড়ি দিয়ে ৫ লক্ষ নিচ্ছে, ৬ লক্ষ নিচ্ছে! সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করেছে। একজন এখানে বিজেপির বিরোধী দলনেতা। আর একজন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই তো বিজেপির দ্বিচারিতা। তৃণমূলকে এভাবে দমিয়ে রাখা যাবে না। যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। এক ইঞ্চি মাথা নত করবে না তৃণমূল। আর যাই হোক, শিরদাঁড়া বিক্রি করব না।”

আরও পড়ুন:রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, মর্মান্তিক মৃত্যু তিনজনের

 

spot_img

Related articles

লখনউতে ম্যাচ নিয়ে সমালোচনায় প্রাক্তনীরা, শিক্ষা নেওয়ার বার্তা বোর্ড কর্তার

প্রতিকূল আবহওয়ার জন্য লখনউতে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ(Lucknow T20I )। অতিরিক্ত দূষণ এবং ঘন কুয়াশার...

মুকুলের বিধায়কপদ খারিজের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই করবে না বিধানসভার সচিবালয়, জানালেন স্পিকার

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে খারিজ কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়ের (Mukul Ray) বিধায়কপদ। তবে,...

শতবর্ষে প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত বর্ষীয়ান ভাস্কর রাম ভানজি সুতার (Ram V Sutar)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত...

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...