উৎসবের মরসুমে সন্ত্রাসবাদী হামলা হতে পারে সমুদ্রপথেও!

উৎসবের মরসুমে জম্মু-কাশ্মীর অথবা পশ্চিম সীমান্তের অন্য রুট শুধু নয়, সন্ত্রাসবাদী হামলা হতে পারে সমুদ্রপথেও। টার্গেট ভারতের বিভিন্ন উপকূলবর্তী শহর। ২৬/১১-র ধাঁচেই ফের জঙ্গিরা হামলা চালাবে বলে আশঙ্কা। উপকূলবর্তী রাজ্যগুলিকে এই মর্মে বিশেষ সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
শনিবার ব্যুরো অব পুলিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার ৫১ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, ‘স্থলের মতো আমাদের সমুদ্র সীমান্তকেও সমানভাবে নিরাপত্তা দিতে হবে। শৈথিল্যের প্রশ্ন নেই।’
এই সতর্কবার্তার নেপথ্যে রয়েছে গোয়েন্দা রিপোর্ট। তাতে জানানো হয়েছে যে, এই প্রথম জল, স্থল, আকাশ—তিনটি রুটেই ভারতে হামলার ছক নিয়েছে জঙ্গিরা। আকাশপথে হামলার কৌশলের প্রধান মাধ্যমই হল ড্রোন। খবর মিলেছে, একইভাবে সমুদ্রপথে হামলার নতুন কৌশল নিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। গত ১৫ দিনে জম্মু-কাশ্মীর থেকে পশ্চিম সীমান্তের প্রতিটি জায়গাতেই নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কেন্দ্র। আগামী ১০ বছর অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় হতে চলেছে বলেও দাবি অমিত শাহের।

 

advt 19

 

Previous articleস্কুল বন্ধ, তাই রায়গঞ্জে করোনা বিধি মেনে ‘গাছতলায় স্কুল’
Next article“সিআইডিতে না গেলে বুঝব বাঘছাল পরা বিড়াল”, শুভেন্দুকে মোক্ষম খোঁচা কুণালের