Sunday, August 24, 2025

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিলে লাভবান হবে বিজেপি!‌ সাহায্য করতে নারাজ কংগ্রেস

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিলে লাভ তুলবে বিজেপি!‌ এভাবে বিজেপি–কে সাহায্য করতে নারাজ প্রদেশ কংগ্রেস। তাই ভবানীপুর কেন্দ্রে আসন্ন বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস কোনও প্রার্থী দিচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, ‘গতকাল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমি বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে কংগ্রেস নেতৃত্বের একাংশের মতামত ছিল ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া হোক। কিন্তু  বেশ কিছু কংগ্রেস নেতা ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের তরফ থেকে কোনও প্রার্থী দেওয়ার বিরোধী ছিলেন। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আমি গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে জানিয়েছিলাম।’  অধীরবাবু বলেন, ‘সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস কোনও প্রার্থী দাঁড় করাবে না।

আরও পড়ুন- ‘‌লক্ষ্মীর ভাণ্ডার’‌ প্রকল্প নিয়ে গান ধরলেন বিজেপি বিধায়ক, পাত্তা দিতে নারাজ শাসকদল
অধীরবাবু বলেন, ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে ভবানীপুর কেন্দ্রে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না কারণ কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে। তার বিরুদ্ধে প্রার্থী দেওয়ার অর্থ অল্প হলেও পরোক্ষভাবে  বিজেপিকে সুবিধা করে দেওয়া। আমরা তা করতে রাজি নই।’‌
এমন কি, সংযুক্ত মোর্চার তরফে ভবানীপুরে প্রার্থী দেওয়া হলেও যে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করবে না, তাও পরিষ্কার করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷
বিধানসভা নির্বাচনের পর পরই অধীর চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, তিনি ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার বিপক্ষে৷ এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সমন্বয় রেখেই চলছে কংগ্রেস৷ এমন কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার নিন্দা করে ট্যুইটও করেছে কংগ্রেস৷ দিল্লিতে গিয়ে সোনিয়া এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে ভবানীপুরে প্রার্থী না দিয়ে বিজেপি বিরোধী জোটের প্রক্রিয়া আরও শক্তিশালী করল কংগ্রেস৷

শুধু ভবানীপুরই নয়, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও নির্বাচনে লড়ছে না কংগ্রেস৷ কারণ জঙ্গিপুরে বামেদের তরফে প্রার্থী দেওয়া হয়েছিল৷ আর সামশেরগঞ্জে যাঁকে কংগ্রেস প্রার্থী করতে চেয়েছিল, তিনিই বেঁকে বসেছেন৷ ফলে নতুন করে সেখানে প্রার্থী দেওয়ার সুযোগ নেই৷

এনিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও এই কেন্দ্র লড়াই করেছেন। এবারও লড়বেন এবং জিতবেন। এনিয়ে আমাদের মধ্যে কোনও সংশয় নেই। এর মধ্যে কংগ্রেস ঘোষণা করেছেন ভবানীপুরে কংগ্রেসের কোনও প্রার্থী থাকবে না। কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত। আমাদের নেত্রী চাইছেন, বিরোধী দলগুলি একসঙ্গে বিজেপির মতো দানবীয় শক্তির প্রতিরোধ করুক।

 

advt 19

 

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...