Saturday, November 15, 2025

রাজনীতি ছেড়ে দেওয়া বাবুল বিজেপির প্রচারক তালিকায়: ‘বিশেষ কারণ?’ প্রশ্ন কুণালের

Date:

Share post:

মাসখানেক হল একেবারে ঢাকঢোল পিটিয়ে নিজের রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও ভোটারদের প্রতি নিজের কর্তব্য পালনের যুক্তি খাড়া করে সাংসদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। তবে মাসখানেকের বিরতির পর আবার একবার বিজেপির মঞ্চে দেখা যাবে আসানসোলের(Asansol) সাংসদকে। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে সম্প্রতি ২০ জন স্টার প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল বাবুলের নাম। এরপরই প্রশ্ন উঠছে রাজনীতি ছাড়া বাবুল কীভাবে উঠে এলো এই তালিকায়? বিষয়টি প্রকাশ্যে এনে নিজের অতীতের অবস্থান ফের একবার তুলে ধরেছেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। টুইটারে তিনি লেখেন, ‘তখনই বলেছিলাম নাটক।’ পাশাপাশি বাবুলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থীর সমর্থনে স্টার প্রচারকদের তালিকা এদিন প্রকাশ্যে আসার পর বিজেপি তো বটেই বাবুল সুপ্রিয়কেও আলাদা করে নিশানা করেন কুণাল। বিজেপির স্টার প্রচারকদের তালিকা তুলে ধরে টুইটে তিনি লেখেন, “এটি যদি উপনির্বাচনে বিজেপির তারকা বক্তা তালিকা হয়-

1) মোদিজি, শাহজি, নাড্ডাজির মত ডেইলি প্যাসেঞ্জাররা কই?

2) কৈলাস বিজয়বর্গীয় কই?

3) বাবুল নাকি প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন? তখনই বলেছিলাম নাটক। নাকি এখানে বিশেষ কোনো কারণ?”

অবশ্য তৃণমূলের তরফে আগেই বিজেপিকে রীতিমতো কটাক্ষ করে জানানো হয়েছিল একুশের নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করা মোদিজি, শাহজি, নাড্ডাজিরা বুঝে গিয়েছেন ভবানীপুরের লজ্জাজনক হার অপেক্ষা করছে তাদের জন্য। তাই লজ্জার হারের দায়ভার কাঁধে নিতে নারাজ বিজেপির ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেনরা। তাই স্টার প্রচারকদের তালিকা থেকে তাদের নাম সরানো হয়েছে। তবে বাবুল সুপ্রিয়কে আলাদা করে আক্রমণ শানানোর পিছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ৩১ জুলাই বাবুল সুপ্রিয় যখন রাজনীতি ছাড়ার ঘোষণা করেন তখনই পাল্টা কুণাল ঘোষ জানিয়েছিলেন তিনি পুরোপুরি নাটক করছেন বাড়তি সুবিধা লাভের জন্য। যদি রাজনীতি ছাড়তেই হয় তবে সাংসদ পদ ছাড়ুন। আক্রমণ পাল্টা আক্রমণে রাজ্য রাজনীতির জল তখন বেশ ঘোলা হয়ে উঠেছিল। তবে মাসখানেকের মধ্যেই বিজেপির স্টার প্রচারকের তালিকায় বাবুলের নাম উঠে আসায় রাজনৈতিক মহলের বক্তব্য, তখন তাহলে কুণাল ঘোষই সঠিক ছিলেন।

advt 19

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...