ব্রেকফাস্ট স্পোর্টস

১) প্রকাশিত হল আইএসএলের সূচি। আগামী ১৯ নভেম্বর ফতোরদায় হবে উদ্বোধনী ম্যাচ। প্রথম ম‍্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স।

২) প্রকাশিত হল মরশুমের প্রথম ডার্বির দিনক্ষন। আগামী ২৭ নভেম্বর, সন্ধ্যে সাড়ে সাতটায়, তিলক ময়দান স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি এটিকে মোহনবাগান।

৩) প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার ভবানী রায়। সোমবার শেষ নিঃশ্বাস ত‍‍্যাগ করেন তিনি। ভবানী রায় এমন একজন ফুটবলার, যিনি ভারতীয় ফুটবলে এক বিশেষ শিল্পকর্ম তৈরির অঙ্গ ছিলেন।

৪)  সোমবার কংগ্রেসে যোগ দেন আলভিটো ডি কুনহা। আলভির হাতে কংগ্রেস নেতা এলভিস গোমস পতাকা তুলে বলেন, “আমরা ফুটবলে উন্নয়ন করব আলভিটো ডি কুনহার হাত ধরে।

৫) কলকাতা লিগে দুরন্ত জয় পিয়ারলেসের। সোমবার তারা ৬-২ গোলে হারাল টালিগঞ্জ অগ্রগামীকে। হ‍্যাটট্রিক ক্রোমার।

৬) বাবা প্রয়াত হয়েছেন রাতে। আর প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে পরের দিনই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম‍্যাচে নেমে পড়লেন  পিয়ারলেসের আকাশ মুখোপাধ্যায়। যা আকাশকে কুর্ণিশ কলকাতা ময়দানের।

৭) আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের কোচ হতে চলেছেন কিংবদন্তি অজি ওপেনার ম্যাথু হেডেন এবং প্রাক্তন প্রোটিয়া পেসার ভার্নন ফিল্যান্ডার। তবে ঠিক কী দায়িত্ব পালন করবেন তারা সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ