ভূমিকম্পে কেঁপে উঠলো চিনের সিচুয়ান প্রদেশে। ভূমিকম্পের মাত্রা ৬.০ ।ঘটনায় মৃত ২ ।
কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে চিন। সিয়াচেনের এই ভূমিকম্পে তীব্রতা ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। বৃহস্পতিবার ভোর ৪.৩৩ নাগাদ ভূমিকম্পটি হয়।

আরও পড়ুন – ত্রিপুরার CPM সম্পাদক গৌতম দাস প্রয়াত কলকাতায়, হাসপাতালে গেলেন কুণাল
জানাগিয়েছে, চংকিংয়ের বিস্তৃত মেগাসিটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে, যা তার আশেপাশের এলাকা সহ প্রায় ৩০ মিলিয়ন মানুষের বসবাস। চিনের উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
চিনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের মাত্রা ৬.০ ছিল। ১০ কিলোমিটার পর্যন্ত গভীরতায় পৌঁছায়।
