Wednesday, November 5, 2025

দল ঘোষণা হাবাসের, নাসাফের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ রয় কৃষ্ণার

Date:

Share post:

২২ সেপ্টেম্বর এএফসি কাপের(Afc Cup) ইন্টার জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের শক্তিশালী দল এফসি নাসাফের ( fc nasaf) বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। সেই ম‍্যাচের প্রস্তুতি এখন দিয়েই শুরু করে দিয়েছে হাবাসের( habas) দল। পরের পর্বে পৌঁছাতে গেলে জিততেই হবে এই ম‍্যাচ। তা ভালোই জানেন প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা। তাইত এই ম‍্যাচকে হালকা ভাবে নিতে নারাজ বাগানের ফিজির তারকা।

এদিন এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়ায় রয় কৃষ্ণা বলেন, এটি একটি কঠিন ম‍্যাচ হতে চলেছে। আমরা যতটা সম্ভব নিজেদের প্রস্তুত রাখছি।

এদিন নাসাফ ম‍্যাচ নিয়ে কৃষ্ণা বলেন,” এটি একটি কঠিন ম‍্যাচ। প্রতিপক্ষ খুবই শক্তিশালী। আমরা এই ম‍্যাচের জন‍্য নিজেদের প্রস্তুত রাখছি। এই ম‍্যাচ জিততে হবে পরের পর্বে যেতে হলে। ওদের ভালো বিদেশী ফুটবলার আছে। এই ধরনের ম‍্যাচ সত‍্যিই চ‍্যালেঞ্জিং।

গোল করার ক্ষেত্রে কোচ হাবাসের প্রধান ভরসা কৃষ্ণা। এমনকি বাগান সমর্থকদের নয়নের মনিও তিনি। গত আইএসএলে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন কৃষ্ণা। এএফসি কাপেও কী সেই লক্ষ‍্যই থাকবে? যদিও বাগানের প্রানভোমরা নিজে গোল করতে নয়, বরং দলের জয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন,” আমার লক্ষ‍্য হল দলকে জেতানো। নিজেই শুধু গোল করা নয়, যদি আমার পাসে অন‍্য কেউ গোল করে, তাহলে আমি তাই করব। মূল লক্ষ‍্য হল দলকে জেতাতে সাহায্য করা। ”

এদিকে এএফসি কাপে নাসাফের বিরুদ্ধে দল ঘোষণা করল হাবাস। দলে ফিরলেন নতুন বিদেশী জনি কাউকো। চোট সারিয়ে ফিরেছেন প্রবীর দাস ও মাইকেল সুসাইরাজ। দলে থাকছেননা হুগো বৌমোস।

একনজরে দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগানের দল,

গোলরক্ষক : অমরিন্দর সিং, অভিলাষ পাল, আর্শ আনোয়ার।

ডিফেন্ডার : প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, কার্ল ম‍্যাকহিউ, শুভাশিস বোস, সুমিত রাঠি।

মিডফিল্ডার : জনি কাউকো, লেনি রডরিগেজ, লিস্টন কোলাসো, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ, বিদ‍্যানন্দ সিং, এংসন সিং, শেখ সাহিল, রবি বাহাদুর রানা, অভিষেক ধনঞ্জয়।

ফরোয়ার্ড : রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসন, মনবীর সিং, কিয়ান নাসিরি।

আরও পড়ুন:বিরাটের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন স্ত্রী অনুষ্কা শর্মার

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...