১৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তার জন্য তাঁর দলের কর্মীদের কত তোরজোড়! একের পর এক বিজেপির কর্মসূচি। তারমধ্যেই শুক্রবার দুপুরের পরেই ঘোষণা হল, বিশেষ দিনে রেকর্ড কোভিড টিকা। দুপুরের মধ্যেই এক কোটি অতিক্রান্ত। বিকেলে দাঁড়াল দু’কোটির বেশি।

কোউইন অ্যাপে সন্ধে ৬টার তথ্য বলছে, দেশে ২ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৭৮৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। এর ফলে দেশে মোট টিকাকরণের সংখ্যা দাঁড়াল ৭৮.৮৬ কোটিতে। এই নিয়ে মোট চতুর্থ বার এক কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত।

আরও পড়ুন: অভিষেকের পদযাত্রা: ত্রিপুরায় প্রস্তুতি তুঙ্গে তৃণমূল কংগ্রেসের

ঠিক এরপরেই তথ্য পরিসংখ্যান তুলে কড়া আক্রমণ করেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস বলেছে, ‘‘গত ক’দিন ধরে টিকা জমিয়ে রেখে রেখে শুক্রবার এত টিকা দেওয়া হল। যদি টিকা থেকেই থাকে হাতে, তাহলে রোজ এই গতিতে টিকাকরণ হয় না কেন? কেন এবং কী করে শুধু একদিনে এত টিকা আর অন্যদিন কেন হয় না, তার কৈফিয়ত দিক সরকার।”


তৃণমূল আরও বলেছে, ‘‘জন্মদিনে সস্তা রাজনীতি করতে গিয়ে জনগণকে সাপলুডোর ছকে বসালেন মোদি। গত ক’দিন ধরে সাপের মুখে ফেলে এখন একদিন হঠাৎ মই দেখানো হচ্ছে। পশ্চিমবঙ্গে দ্রুততম গতিতে টিকাকরণ চলছিল। কেন্দ্র টিকা সরবরাহ দিতে পারছে না। এখন জমিয়ে রেখে মোদির জন্মদিনে সংখ্যা বাড়ানো হচ্ছে। এটা জনগণকে বিপদে ফেলা। যদি ক্ষমতা থাকে, তাহলে রোজ এই সংখ্যায় টিকা সরবরাহ করুক কেন্দ্র।” এই প্রবল যুক্তির চাপে কোণঠাসা বিজেপি।

