Thursday, May 22, 2025

বেনজির: শাসক দলের হাতে আক্রান্ত, নিরাপত্তা চেয়ে চিঠি ত্রিপুরার জেলাশাসকদের

Date:

Share post:

শুধু বিরোধী নয়, বিজেপি(BJP) শাসনে বেলাগাম ত্রিপুরার(Tripura) মাটিতে হামলার হাত থেকে রেহাই পাচ্ছেন না সরকারি আধিকারিকরা। বিগত কয়েক দিনে একের পর এক সরকারি আধিকারিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে জেলা শাসকরা চিঠি লিখছেন পুলিশ সুপারদের(Police super) কাছে। আবেদন জানানো হয়েছে, যে সকল সরকারি আধিকারিক মাঠে ময়দানে কাজ করছেন তাদের যেন নিরাপত্তার অভাব না হয়। এদিকে রাজ্যের শাসকদলের হাতে সরকারি আধিকারিকরা আক্রান্ত হয়ে নিরাপত্তা চাওয়ার এই ঘটনাকে বেনজির হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

গত ১৫ সেপ্টেম্বর ত্রিপুরার দক্ষিণ জেলায় সাব্রুমে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ করতে গিয়ে আক্রান্ত হন এক সরকারি আধিকারিক। এই হামলার ঘটনায় সরাসরি অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে, ত্রিপুরার মুখ্যসচিব কুমার অলক ট্যুইট করে গোটা ঘটনার নিন্দা করেন৷ গ্রেফতার করতে নির্দেশ দেন পুলিশ আধিকারিককে। তার পরেই গ্রেফতার হন ৫ জন। শুধু তাই নয় নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন সিপাহীজলার জেলাশাসক বিশ্বশ্রী বি। সরকারি আধিকারিকদের নিরাপত্তার অভাবের কথা জানিয়ে চিঠি লিখেছেন উনকোটির জেলাশাসকও। গুন্ডারাজ স্পষ্ট হয়ে উঠেছে তা বুঝতে পেরে রীতিমতো বেকায়দায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আরও পড়ুন:মাত্র ৫ কোটিতে টিকিট বিক্রি করেছেন ! কাঠগড়ায় তেজস্বী  

এদিকে ত্রিপুরার জঙ্গল রাজ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দল। তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানান, রাজ্যের এমন অবস্থা যেখানে মুখ্যসচিবকে ট্যুইট করে অভিযুক্তদের গ্রেফতার করতে বলা হচ্ছে। সরকার তার আধিকারিকদের নিরাপত্তা দিতে পারছে না। সরকারি আধিকারিকরা অসহায় হয়ে পড়েছেন। পাশাপাশি বাম নেতা জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, “বিরোধী রাজনৈতিক দল আক্রান্ত হচ্ছে। সংবাদমাধ্যম আক্রান্ত হচ্ছে। এবার সরকারি আধিকারিকরাও আক্রান্ত হচ্ছেন। বিরোধীরা নিরাপত্তাহীনতার কথা বলত। এবার প্রশাসনের অন্দরেও সেই কথা ঘুরে বেড়াচ্ছে।” যদি বিজেপি তরফেই জানানো হয়েছে এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়। মুখ বন্ধ রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যদিও সূত্রের খবর দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

advt 19

 

spot_img

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...