Wednesday, January 14, 2026

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব

Date:

Share post:

বিসিসিআই সভাপতি( bcci president )সৌরভ গঙ্গোপাধ্যায়ের( ( Sourav ganguly) উদ্দেশে কড়া চিঠি দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য ভর্মা। চিঠির দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবিধান বিরোধী নানা কাজ করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি বিসিসিআই। সেই চিঠিতে আদিত্য ভর্মা জানিয়েছেন, বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন তিনি।

আদিত্য ভর্মা বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর ব্যবস্থা না নেওয়ায় রাজ্যের ক্রিকেটের অবস্থার অবনতি হচ্ছে।

এই চিঠিতে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে আদিত্য লেখেন, “সভাপতি মহাশয়, আপনি আপনার সময়ের একজন কিংবদন্তি ক্রিকেটার ছিলেন, কিন্তু আজ আপনি বিসিসিআই সভাপতির এক গর্বিত পদে রয়েছেন, আর এর ফলে আপনার উপর দায়িত্ব রয়েছে বিহার ক্রিকেটের যাবতীয় সমস্যা দেখা ও তার সমাধান করার। যদি আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নানা অপরাধকে না দেখেন, আপনি তবে সুপ্রিম কোর্টের অবমাননা করছেন।”

এরপর পাশাপাশি তিনি আরও লেখেন, “আমি আপনার কাছে এই বিষয়টি তুলে ধরতে চাই, যে সকল নয়া অ্যাসোসিয়েশন বিসিসিআইয়ের সদস্য হয়েছে, নির্দিষ্ট অ্যাসোসিয়েশনের অফিস কর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফলে আপনার উপর বিহার ক্রিকেটের দায়িত্ব রয়েছে। কিন্তু আজ অবধি, আমি বিসিসিআইকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সংক্রান্ত যে চিঠি দিয়েছিলাম, আমি কোনও বার্তা পাইনি বিসিসিআই কিংবা আপনার থেকে, যা স্পষ্টতই অবমাননাকর এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে।”

আরও পড়ুন:মিতালিদের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...