Sunday, January 11, 2026

প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, ১২ বছর পর পেনশন চালু হচ্ছে ইরা বসুর

Date:

Share post:

অবসর নেওয়ার ১২ বছর পর অবশেষে সরকারি পেনশন চালু হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শ্যালিকা ইরা বসুর (Ira Basu)। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার অর্থ দফতরের তরফে এই অনুমোদন মিলেছে। পেনশনের পাশাপাশি গ্র‌্যাচুইটির টাকাও দ্রুত তাঁকে দেওয়া হবে। আপাতত মাসে ১৩ হাজার ৯৮৫ টাকা পেনশন বাবদ পাবেন তিনি। পাবেন বকেয়া পেনশন। ইরার ভবঘুরে জীবনের কথা শুনে তাঁর কাছে প্রতিনিধি পাঠান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁদের কাছেই পেনশন চালুর আর্জি জানান ইরা। সেই শুনে বিষয়টি নিয়ে উদ্যোগ নেন অভিষেক।

কিছুদিন আগে ডানলপের কাছে কাছে ফুটপাথে দেখা মেলে উচ্চশিক্ষিতা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইরা বসুর। তাঁর পরিচয় সামনে আসতেই হতবাক সবাই। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এ সে খবর প্রকাশিত হয়। প্রশাসনের তরফ থেকে তাঁকে উদ্ধার করে পাঠানো হয় লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে। কিন্তু সেখানে থাকতে চাননি ইরা। এমনকী, সল্টলেকে নিজের বাড়িতেও যেতে চাননি। সেখানে তাঁর প্রাণনাশের আশঙ্কা আছে বলে জানান এই বৃদ্ধা। যান খড়দহে এক পরিচিতের বাড়ি।

এই খবর পেয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লুম্বিনী পার্কে তাঁর প্রতিনিধি পাঠান। ইরার পেনশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটি যাতে ইরা দ্রুত পান, সে বিষয়ে সচেষ্ট হন অভিষেক। এদিন অর্থ দফতর তাঁর প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটির টাকা দেওয়ার অনুমোদন দেয়। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে ইরার বোনঝি সুচেতনাকে (Suchetana Bhattacharya) তাঁর নমিনি করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ঢাকের তালে কোমর দুলিয়ে মমতার সমর্থনে অভিনব প্রচার রঙিন মদনের

advt 19

 

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...