বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও দক্ষিণবঙ্গে

বৃষ্টি (Rainfall) এখনো শেষ হলো না। এখনো জল নামল না কলকাতার বহু এলাকা থেকে । কিন্তু তারই মধ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain Fall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) । চলতি সপ্তাহ শেষে বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপরে ফের জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর তার জেরে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rainfall Alert) দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। সেই সঙ্গে সোমবার মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি ক্রমে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্য দিকে যে নিম্নচাপ অক্ষরেখাটির জন্য এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কলকাতায় সেটি আপাতত ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। ক্রমেই সেটি ওড়িশা ও ছত্রিশগড় দিকে চলে যাবে। তার ফলে বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

advt 19

 

Previous article‘এই জীবনে শোভন চট্টোপাধ্যায় ডিভোর্স পাবেন না’, সাফ জানালেন রত্না
Next article‘বিপুল ভোটে জয়ী হবেন মমতা’, বিজেপির অস্বস্তি বাড়িয়ে মন্তব্য রাজীবের