পুজোর মরশুমেই ভোজন রসিক আগে বাঙালির পাতে উঠবে পদ্মার ইলিশ (Padma Ilisha). অবশেষে রাজ্যে এসে পৌঁছল কাঙ্খিত পদ্মা-মেঘনার ইলিশ। বাংলাদেশ (Bangladesh) সরকার পদ্মা ও মেঘনার ২ হাজার ৮০ টন ইলিশ এ রাজ্যে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রথম কিস্তির ২৩.২৫ টন অর্থাৎ ২৩ হাজার কেজির কিছু বেশি মাছ বেনাপোল-পেট্রাপোল (Petrapol) সীমান্ত দিয়ে ঢুকেছে। বুধবার রাতেই চারটি ট্রাকে করে খুলনা এবং ঢাকার দুই রপ্তানিকারক সেই মাছ পাঠিয়েছেন।
শহর এবং রাজ্যের বড় বড় বাজারগুলিতে সেই মাছ ইতিমধ্যেই সাপ্লাই হওয়া শুরু হয়েছে। হাওড়া, শিয়ালদহ কোলে মার্কেট, দমদম পাতিপুকুর, মানিকতলা সহ বিভিন্ন বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। তবে ব্যবসায়ীরা মনে করছেন, বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই ইলিশের দাম অনেকটাই বেশি হবে। সবমিলিয়ে ২০৮০ টন ইলিশ পর্যায়ক্রমে আসবে বাংলাদেশ থেকে।




