Thursday, December 25, 2025

৪০ লাখ প্রবাসী ভারতীয় আমেরিকাকে শক্তিশালী করছে, মোদির সঙ্গে বৈঠকে অকপট বাইডেন

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ ভার্চুয়ালি এর আগে দু’জনে বৈঠক করেছেন ৷ চলতি বছর মার্চে কোয়াড সামিটে, এপ্রিলে জলবায়ু পরিবর্তন এবং জুনে জি-7 সামিটে ভার্চুয়ালি বৈঠক হয়েছে মোদি-বাইডেনের ৷ শুক্রবার মোদি-বাইডেনের মুখোমুখি বৈঠকে মূলত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে ৷ কোভিড-19 মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনে বাইডেনের প্রশংসা করেছেন মোদি ৷

বৈঠকের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেন, “শতাব্দীর তৃতীয় শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যা ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে ৷”

বাইডেন বলেন, ” বিশ্বের দুই বড় গণতান্ত্রিক দেশ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব যত দিন যাবে তত আরও শক্তিশালী হবে ৷ মোদি ও আমি কোভিড মহামারী মোকাবিলা ও নিরাপত্তার বিষয়ে কথা বলব ৷ কোভিড মহামারী রোখাই আমাদের বড় চ্যালেঞ্জ ৷ আমি বিশ্বাস করি, ভারত-মার্কিন বন্ধুত্ব বিশ্বের যে কোনও সমস্যার সমাধান করতে পারবে ৷ 2006 সালে আমি যখন ভাইস-প্রেসিডেন্ট ছিলাম, তখন বলেছিলাম 2020 সালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও কাছাকাছি আসবে ৷”

বৈঠকে বাইডেনের প্রশংসায় মোদী বলেন, ‘‘২০১৫, ২০১৬ সালে আপনার সঙ্গে বিস্তারিত কথা বলার সুযোগ পেয়েছিলাম। ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণা দেয়।’’ বাইডেনও জানান, ‘‘আমেরিকাকে প্রত্যেক দিন আরও শক্তিশালী করে তুলছে ৪০ লক্ষ প্রবাসী ভারতীয়।আমি দীর্ঘদিন ধরে বিশ্বাস করি যে, ভারত-আমেরিকার সম্পর্ক বিশ্বের অনেক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আগেই বলেছিলাম, ২০২০ সালের মধ্যে ভারত এবং আমেরিকা সম্পর্কও আরও মজবুত হবে।’’

মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘‘গান্ধীজি বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে এসেছেন। বর্তমানে সময় দাঁড়িয়ে এটিই সবচেয়ে জরুরি।’’ বাইডেনও জানান, ‘‘আগামী সপ্তাহেই মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালন করা করব আমরা। গান্ধীর অহিংসতা মেনেই চলি আমরা। ভারত ও আমেরিকার সম্পর্কও আগামী দিনে আরও মজবুত, শক্তিশালী হতে চলেছে।’’

বৈঠক শেষে মোদি টুইটে বলেন, ‘‘জো বাইডেনের সঙ্গে দারুণ বৈঠক হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে তাঁর নেতৃত্ব প্রশংসনীয়। কোভিড পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকা ও ভারত কী ভাবে হাতে হাত মিলিয়ে আগামী দিনের কাজ করবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে।’’
গ্লোবাল ওয়ার্মিং রুখতে একসঙ্গে কাজ করার বার্তা দেন মোদি ৷

 

advt 19

 

spot_img

Related articles

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...