Sunday, November 9, 2025

মালদহ মেডিক্যাল কলেজে এক শিশুর দেহে করোনা সংক্রমণ

Date:

Share post:

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু করোনা সংক্রমিত হয়েছে । গত এক সপ্তাহে মেডিকেলের শিশু বিভাগে জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাত জন শিশুর। শুক্রবার গভীর রাতে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন এক শিশুর শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। যদিও করোনা পজিটিভ আসার পরেই ওই শিশুর পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বাইরে নিয়ে গিয়েছেন। মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত শিশুরা জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মালদহ মেডিকেলে ভর্তি হচ্ছে তাদের করোনা সহ বিভিন্ন জ্বরের পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসাধীন শিশুদের নিয়মিত বিভিন্ন রোগের পরীক্ষা করা হচ্ছে মালদহ মেডিকেল। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক বছরের এক শিশুর

করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরে মেডিকেলের পক্ষ থেকে শিশুটিকে করোনা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তার যাবতীয় চিকিৎসা শুরু করেছিল মেডিকেলের চিকিৎসকেরা। পরিবারের লোকেরা শিশুটির চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ থেকে রাতেই অন্যত্র নিয়ে চলে যান। শিশুর চিকিৎসার জন্য পরিবারের লোকেরা অন্যত্র নিয়ে গেলেও জেলায় শিশুদের মধ্যে

করোনা সংক্রমণ ধরা পড়ায় কিছুটা হলেও আতঙ্কিত রোগীর পরিবারেরা। যদিও মেডিকেলের কর্তাদের দাবি শিশুদের করোনা সংক্রান্ত সমস্ত সরঞ্জাম ও চিকিৎসা ব্যবস্থা মালদহ মেডিকেল আগে থেকেই তৈরি করা রয়েছে। রয়েছে পর্যাপ্ত বেড। এমনকি চিকিৎসকও। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, শিশু বিভাগে চিকিৎসাধীন এক রোগীর করোনা সংক্রমণের হদিস মিলেছে। আমরা শিশুটির চিকিৎসার শুরু করেছিলাম। তবে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য রাতেই অন্যত্র নিয়ে চলে গিয়েছে। মালদহ মেডিকেল কলেজে শিশুদের করোনা চিকিৎসার জন্য পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা তৈরি রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই । কারো করোনা হলে মালদহ মেডিকেল আমরা সঠিক চিকিৎসা দিতে পারব।বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২১ জন। গত ২৪ ঘন্টায় জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৮ জন শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১৫ জন। বর্তমানে জ্বরের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ জন শিশু।

advt 19

 

 

spot_img

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...